পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে রিয়া (৬) ও জাহেদুল (৫) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।

বাংলাদেশ

ভোলা প্রতিনিধি

ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে রিয়া (৬) ও জাহেদুল (৫) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে ইউনিয়নের ৭নং ওয়ার্ডের দক্ষিণ ইলিশা গ্রামে হামিদুল্লাহ মাঝি বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। 

এদের মধ্যে রিয়া আব্দুর রহমানের মেয়ে ও জাহিদুল মো. জসিমের ছেলে। এরা দুজনে একই বাড়ির এবং স্থানীয় ৯নং দক্ষিণ ইলিশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী। 

স্থানীয় ইউপি সদস্য ফকরুল আলম জানান, রিয়া ও জাহেদুল বিকেলে বাড়ির উঠানে খেলা করছিল। এক পর্যায়ে অসাবধানতাবশত তারা পাশের পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুজির পর পুকুরে তাদের ভাসতে দেখে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 

ইলিশা পুলিশ ফারির ইনচার্জ এসআই মো. আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ জার্নাল/ওএফ

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/177351/পুকুরের-পানিতে-ডুবে-দুই-শিশুর-মৃত্যু