নির্বাচনী সহিংসতায় সেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু

নির্বাচনী সহিংসতায় সেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু

নির্বাচনী সহিংসতায় সেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু

রাঙামাটির কাপ্তাইয়ে নির্বাচনী সহিংসতায় জেলা সেচ্ছাসেবক লীগের একনেতা নিহত হয়েছেন।

বাংলাদেশ

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটির কাপ্তাইয়ে নির্বাচনী সহিংসতায় জেলা সেচ্ছাসেবক লীগের একনেতা নিহত হয়েছেন। নিহত সজিবুর রহমান রাঙামাটি জেলার সেচ্ছাসেবক লীগের সদস্য এবং কাপ্তাই ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বর্তমান সদস্য।

মঙ্গলবার রাতে কাপ্তাইয়ের নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরও ৩ জন আহত হয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কাপ্তাই ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান চেয়াম্যান আব্দুল লতিফ। আর বিদ্রোহী প্রার্থী হয়েছেন কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিউদ্দিন পাটোয়ারী বাদল। 

মঙ্গলবার রাতে নিহত সজিবুর রহমান নতুন বাজার এলাকায় বর্তমান চেয়ারম্যান লতিফের পক্ষে কথা বলতে গেলে সংঘর্ষ বাধে। এতে ভারি কিছু দিয়ে সজিবুরের মাথায় আঘাত করে প্রতিপক্ষের লোকজন। 

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। ৪জনকে কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার সজিবুরকে মৃত ঘোষণা করেন।   এ ঘটনার জন্য কাপ্তাই ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ প্রশাসনকে দায়ী করেন। তিনি বলেন, এ ধরণরে সহিংসতা হতে পারে এমন অভিযোগ প্রশাসনের কাছে দেয়া হলেও প্রশাসন গুরুত্ব দেয়নি।

কাপ্তাই সার্কেলের এএসপি রওশন আরা রব বলেন, ঘটনায় ১ জন নিহত হয়েছে। পুলিশ ৪ জনকে আটক করেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।

দশদিন আগে গত ১৭ অক্টোবর পাশের চিংম্রং ইউনিয়নে এক চেয়ারম্যান প্রার্থীকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় আওয়ামী লীগ জেএসএসকে দোষারোপ করলেও এ ঘটনায় অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে।

কাপ্তাই ইউনিয়নে আগামী ১১ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবার দিন তারিখ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন।

বাংলাদেশ জার্নাল/ওএফ

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/179324/নির্বাচনী-সহিংসতায়-সেচ্ছাসেবক-লীগ-নেতার-মৃত্যু