দিল্লিকে হারিয়ে তৃতীয়বারের মতো ফাইনালে কলকাতা

দিল্লিকে হারিয়ে তৃতীয়বারের মতো ফাইনালে কলকাতা

দিল্লিকে হারিয়ে তৃতীয়বারের মতো ফাইনালে কলকাতা

জার্নাল ডেস্ক

জোড়া বাধা পেরিয়ে দিল্লি ক্যাপিটালসকে ৩ উইকেটে হারিয়ে আইপিএল'র ফাইনালে উঠলো সাকিব আল হাসানের কলকাতা। এর ফলে ২০১৪ সালের পর ফের ফাইনালে উঠলো কলকাতা।

দ্বিতীয় কোয়ালিফায়ারে দিল্লিকে শ্বাসরুদ্ধকর লড়াইয়ের পর ৩ উইকেটে হারিয়ে তৃতীয়বারের মতো ফাইনালের টিকিট পেলো কলকাতা।

অপরদিকে, প্রথমে চেন্নাই সুপার কিংস ও পরে কলকতার কাছে দুটি কোয়ালিফায়ার ম্যাচেই হেরে তৃতীয় হয়ে টুর্নামেন্ট শেষ করলো গত আসরের রানার্স-আপ দিল্লি।

১৩৬ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে প্রথম উইকেটেই ৯৬ উঠে যায় কলকাতার। অর্ধশতরান করেন বেঙ্কটেশ আয়ার। আর তার যোগ্য সঙ্গত দিলেন শুভমন গিল। কিন্তু ম্যাচের শেষ ওভারে নিয়ে গিয়ে সমর্থকদের হৃৎকম্প একসময় বাড়িয়ে দিয়েছিলেন ব্যাটসম্যানরা। প্রথম উইকেটে ৯৬ তোলার পরেও একসময় জেতা ম্যাচ হারতে বসেছিল তারা। শেষ ওভারের পঞ্চম বলে রাহুল ত্রিপাঠি ছয় মারায় হাঁফ ছেড়ে বাঁচে কেকেআর সমর্থকরা। জিতে যায় ম্যাচ।

বাংলাদেশ জার্নাল/এসকে

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/sports/177860/দিল্লিকে-হারিয়ে-তৃতীয়বারের-মতো-ফাইনালে-কলকাতা