যুক্তরাষ্ট্রে ৫-১১ বছরের শিশুদের জন্য করোনা টিকা অনুমোদন

যুক্তরাষ্ট্রে ৫-১১ বছরের শিশুদের জন্য করোনা টিকা অনুমোদন

যুক্তরাষ্ট্রে ৫-১১ বছরের শিশুদের জন্য করোনা টিকা অনুমোদন

যুক্তরাষ্ট্র ৫ থেকে ১১ বছরের শিশুদের জন্য ফাইজারের কোভিড টিকা ব্যবহারের অনুমোদন দিয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে বর্তাসংস্থা রয়টার্স।

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্র ৫ থেকে ১১ বছরের শিশুদের জন্য ফাইজারের কোভিড টিকা ব্যবহারের অনুমোদন দিয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে বর্তাসংস্থা রয়টার্স। 

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার দেশটির খাদ্য ও ওষুধ বিষয়ক প্রধান নিয়ন্ত্রক সংস্থা ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) এই অনুমোদন দেয়। ফাইজারের টিকার এই অনুমোদনের পর যুক্তরাষ্ট্রের ২ কোটি ৮০ লাখ শিশুকে করোনা টিকার আওতায় আনার বিষয়টি এখন সময়ের ব্যাপার মাত্র।

এর আগে চলতি সপ্তাহেই যুক্তরাষ্ট্রের ৫ বছর থেকে ১১ বছর বয়সী শিশুদের ফাইজারের টিকা দেয়ার সুপারিশ করে এফডিএ বিশেষজ্ঞরা। সংস্থাটির বিশেষজ্ঞ প্যানেল সেসময় জানায়, শিশুদের ক্ষেত্রে ফাইজারের টিকা প্রয়োগে নানাবিধ ঝুঁকি ও পাশ্বপ্রতিক্রিয়ার তুলনায় উপকারিতা বেশি।

এ প্রসঙ্গে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (এফডিএ) ভারপ্রাপ্ত প্রধান জ্যানেট উডকক এক বিবৃতিতে জানায়, একজন মা ও চিকিৎসক হিসেবে আমি এটা জানি যে- আজকের এই অনুমোদনের জন্য এতদিন ধরে শিশুদের বাবা-মা, কেয়ার গিভার, স্কুল স্টাফ এমনকি শিশুরাও অপেক্ষা করছিলেন।

বাংলাদেশ জার্নাল/এমএম

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/international/179648/যুক্তরাষ্ট্রে-৫-১১-বছরের-শিশুদের-জন্য-করোনা-টিকা-অনুমোদন