রোমানিয়ায় হাসপাতালে আগুন, ৯ করোনা রোগীর মৃত্যু
শনিবার, ২ অক্টোবর, ২০২১
রোমানিয়ায় হাসপাতালে আগুন, ৯ করোনা রোগীর মৃত্যু
আন্তর্জাতিক ডেস্করোমানিয়ায় একটি হাসপাতালে আগুন লেগে ৯ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। শুক্রবার দেশটির পূর্বাঞ্চলীয় শহর কোনস্তানতিয়াতে এ দুর্ঘটনা ঘটে। হাসপাতালটির অবকাঠামো ছিল জরাজীর্ণ। খবর এএফপির।
উদ্ধারকর্মীদের এক বিবৃতিতে বলা হয়, আগুন হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) ছড়িয়ে পড়ে। সেখান থেকে প্রায় ১০০ জনকে সরিয়ে আনা হয়। তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।
সিলভি কোসা প্রিফেকচারে হাসপাতালটির অবস্থান। ওই প্রিফেকচারের প্রধান বলেন, যখন আগুন লাগে তখন আইসিইউতে ১০ জন চিকিৎসাধীন ছিলেন।
গত জানুয়ারিতে রোমানিয়ার রাজধানী বুখারেস্টে একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে পাঁচজন রোগীর মৃত্যু হয়। এর দুই মাস পর দেশটির উত্তর-পূর্বাঞ্চলে পিয়াত্রা নিয়ামত শহরের একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৫ জন রোগীর মৃত্যু হয়।
বাংলাদেশ জার্নাল/এএম
from BD-JOURNAL https://www.bd-journal.com/international/176405/রোমানিয়ায়-হাসপাতালে-আগুন-৯-করোনা-রোগীর-মৃত্যু