জমি নিয়ে বিরোধের জেরে খুন
জমি নিয়ে বিরোধের জেরে খুন
বরিশালের বাকেরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইদের হাতে মো. আবু জাফর শরীফ (৩৮) নামে এক যুবক খুন...
বাংলাদেশ
বরিশাল প্রতিনিধিবরিশালের বাকেরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইদের হাতে মো. আবু জাফর শরীফ (৩৮) নামে এক যুবক খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
শনিবার বিকেলে উপজেলার কলসকাঠি ইউনিয়নের গুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
বাকেরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সত্যরঞ্জন খাসকেল বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, আবু জাফর তার চাচাতো ভাই জামাল শরীফ ও আবুল শরীফের কাছে কিছু জমি বিক্রয় করেন। ২১ অক্টোবর (বৃহস্পতিবার) সেই জমির দলিল করা হয়। অভিযোগ, সেই জমি দলিল করার সময় তারা ভেন্ডারের মাধ্যমে বাড়ির দাগের জমি দলিলে অন্তর্ভুক্ত করে নেন।
বিষয়টি জানতে পেরে শনিবার দুপুরে দুই পরিবারের লোকজন বৈঠকে বসেন। সেখানে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে চাচাতো ভাইয়েরা জাফরকে তাদের ঘরের নিয়ে আটকে রাখে।
কিছুক্ষণ পরে রক্তাক্ত অবস্থায় জাফরকে বৈঠকের রুমে ফেলে তারা পালিয়ে যায়। তাকে উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে বাকেরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সত্যরঞ্জন খাসকেল জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।
বাংলাদেশ জার্নাল/আর
from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/178996/জমি-নিয়ে-বিরোধের-জেরে-খুন