শ্রীলঙ্কাকে হারিয়ে অজিদের টানা দ্বিতীয় জয়

শ্রীলঙ্কাকে হারিয়ে অজিদের টানা দ্বিতীয় জয়

শ্রীলঙ্কাকে হারিয়ে অজিদের টানা দ্বিতীয় জয়

খেলাধুলা

স্পোর্টস ডেস্ক

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের পর দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৭ উইকেটের বড় জয়ে সে কথারই ধারাবাহিকতা রক্ষা করলো অজিরা। শ্রীলঙ্কার দেয়া ১৫৫ রানের লক্ষ্যে ব্যাট তাড়া করতে নেমে ১৮ বল আর ৭ উইকেট হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় অ্যারন ফিঞ্চের দল। 

রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয়ার দুই ওপেনার অ্যারোন ফিঞ্চ-ডেভিড ওয়ার্নার দুর্দান্ত সূচনা এনে দেন। দীর্ঘদিন পর রানের দেখা পেয়েছেন ওয়ার্নার। ওয়ার্নারের ৪২ বলে ৬৫ রানের ইনিংসটিই অস্ট্রেলিয়াকে সহজ পাইয়ে দেয়। সে সঙ্গে অ্যারোন ফিঞ্চ (), স্টিভেন স্মিথের অপরাজিত () রানে জয় সহজ করে দেয় অজিদের।

শ্রীলঙ্কার পক্ষে হাসারাঙ্গা দুটি আর অধিনায়ক শানাকা নেন ১ টি উইকেট। 

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ১৫৪ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস। শ্রীলংকার হয়ে ২৫ বলে ৩৫ রান করেন ওপেনার কুশাল পেরেরা। চেরিথ আশালঙ্কা করেন ২৭ বলে ৩৫ রান। পরে ভানুকা রাজাপাকশের ব্যাটে ভর করে দলীয় স্কোর দেড়শ’ পার করে শ্রীলংকা দল।

ভানুকা রাজাপাকশে ২৬ বলে ৩৩ রান করে অপারজিত ছিলেন। অস্ট্রেলিয়ার হয়ে ২টি করে উইকেট নেন মিশেল স্টার্ক, প্যাট কামিন্স ও অ্যাডাম জাম্পা। এদের মধ্যে সবচেয়ে কম ৪ ওভারে ১২ রান দেন জাম্পা।

বাংলাদেশ জার্নাল/এএম

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/sports/179546/শ্রীলঙ্কাকে-হারিয়ে-অজিদের-টানা-দ্বিতীয়-জয়