আমান-প্রিয়াংকার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র 'স্মৃতির পাতায় বেলা বোস'
আমান-প্রিয়াংকার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র 'স্মৃতির পাতায় বেলা বোস'
বিনোদন ডেস্কওপার বাংলার জনপ্রিয় গায়ক, সঙ্গীত এবং চলচ্চিত্র পরিচালক অঞ্জন দত্তের "2441139" অবলম্বনে নির্মিত হয়েছে 'স্মৃতির পাতায় বেলা বোস' নামে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র।
এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক আমান রেজা এবং নৃত্য ও অভিনয় শিল্পী প্রিয়াংকা। ‘স্মৃতির পাতায় বেলা বোস' এ আরো অভিনয় করেছেন- কোয়েল শিলা পাল, অজিত দাস ও পরিচালক আহমেদ সাব্বির রোমিও। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটিতে প্রধান সমন্বয়কারী ছিলেন চলচ্চিত্র পরিচালক মনির হোসেন মিঠু।
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি যৌথভাবে পরিচালনা করেছেন সাংবাদিক ও অভিনেতা আহমেদ সাব্বির রোমিও এবং আসাদুজ্জামান আজাদ।
চলচ্চিত্রটি রাজধানীর বিভিন্ন স্থানে চিত্রায়ন করা হয়েছে। তবে আসন্ন পূজা উৎসবে মুক্তি পাবে এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি 'উৎস প্রোডাকশন' নামে একটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে বলে জানান পরিচালক আহমেদ সাব্বির রোমিও।
বাংলাদেশ জার্নাল/এএম
from BD-JOURNAL https://www.bd-journal.com/entertainment/177210/আমান-প্রিয়াংকার-স্বল্পদৈর্ঘ্য-চলচ্চিত্র-স্মৃতির-পাতায়-বেলা-বোস