বিধিনিষেধ অমান্য করায় ৩২১ জনকে জরিমানা
মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
বিধিনিষেধ অমান্য করায় ৩২১ জনকে জরিমানা
কঠোর বিধিনিষেধের ৫ম দিনে ব্রাহ্মণবাড়িয়া শহরে আইন অমান্য করায় ৩২১ জনে ১ লাখ ৯৬ হাজার ৯৫০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বাংলাদেশ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিকঠোর বিধিনিষেধের ৫ম দিনে ব্রাহ্মণবাড়িয়া শহরে আইন অমান্য করায় ৩২১ জনে ১ লাখ ৯৬ হাজার ৯৫০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার সকাল থেকে দিনব্যাপী জেলায় এই ভ্রাম্যমাণ আদালত চলে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের অফিসিয়াল ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকার কর্তৃক আরোপিত কঠোর বিধিনিষেধ প্রতিপালন নিশ্চিতকল্পে ব্রাহ্মণবাড়িয়া জেলায় বিভিন্ন স্থানে দায়িত্ব দিনভর মাঠে ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সহ নির্বাহী ম্যাজিস্ট্রেট।
জেলা শহরসহ বিভিন্ন উপজেলায় পুলিশ, সেনাবাহিনী, বিজিবি ও ব্যাটালিয়ন আনসার সদস্যদের সর্বাত্মক সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করেন।
বাংলাদেশ জার্নাল/ওএফ
from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/165937/বিধিনিষেধ-অমান্য-করায়-৩২১-জনকে-জরিমানা