নোয়াখালীতে আবারও সংঘর্ষ, আটক ১
নোয়াখালীতে আবারও সংঘর্ষ, আটক ১
নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দু’পক্ষের মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বাংলাদেশ
নোয়াখালী প্রতিনিধিআবারও নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এতে কাদের মির্জার এক অনুসারী আহত এবং প্রতিপক্ষের একজনকে পাঁচটি চকলেট বোমাসহ পুলিশে সোপর্দ করা হয়েছে বলে জানা গেছে।
বুধবার দিবাগত রাত পৌনে ৮ টার দিকে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের নতুন বাজারের দরবার শরীফ এলাকায় এই ঘটনা ঘটে।
আহত মো. রনি (৩৫) স্থানীয় আওয়ামী লীগ নেতা আনিছুল হকের ছেলে এবং বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার অনুসারী।
পরে ওই স্থান থেকে মাহমুদুল হক জুয়েল (২১) নামে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। তার কাছ থেকে পাঁচটি চকলেট বোমা উদ্ধার করেছে পুলিশ।
তিনি চরকাঁকড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের এমদাদুল হকের ছেলে এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের অনুসারী।
বুধবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে কোম্পানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ সাইফুদ্দিন আনোয়ার বোমাসহ আটকের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া নেয়া হচ্ছে। মামলা রুজু করে আটক ব্যক্তিকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হবে।’ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ জার্নাল/ওএফ
from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/167146/নোয়াখালীতে-আবারও-সংঘর্ষ-আটক-১