ওয়েবসাইট উন্নয়নের কাজ চলিতেছে, সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত...
সমতায় ফিরল কলম্বিয়া

সমতায় ফিরল কলম্বিয়া

সমতায় ফিরল কলম্বিয়া

খেলাধুলা

জার্নাল ডেস্ক

কোপা আমেরিকার দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা এবং কলম্বিয়া। প্রথমার্ধের শুরুতেই মেসির পাস থেকে গোল করে ফেলেন লওতারো মার্টিনেজ। এই ১-০ গোলেই প্রথমার্ধ শেষ হয়।

গোল খাওয়ার পর ঘুরে দাঁড়ায় কলম্বিয়াও। বেশ কয়েকবার তৈরি করে এগিয়ে যাওয়ার সুযোগ। বিরতির পর শেষ পর্যন্ত গোল করতে সক্ষম হয়। এই রিপোর্ট লেখা পর্যন্ত ১-১ গোলে সমতায় রয়েছে দুই দল।

এদিকে প্রথমার্ধে বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল কলম্বিয়া। ৫৬ শতাংশ সময় বল নিজেদের পায়ে রাখে তারা। তবে তাদের ১৩ ফাউলের বিপরীতে আর্জেন্টিনার ফুটবলাররা ফাউল করেছেন ৭টি। দুই দলই খেয়েছে একটি করে হলুদ কার্ড।

বাংলাদেশ জার্নাল/কেআই

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/sports/166076/সমতায়-ফিরল-কলম্বিয়া