ওয়েবসাইট উন্নয়নের কাজ চলিতেছে, সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত...
রাজধানীতে ট্রাকচাপায় পুলিশের কনস্টেবল নিহত

রাজধানীতে ট্রাকচাপায় পুলিশের কনস্টেবল নিহত

রাজধানীতে ট্রাকচাপায় পুলিশের কনস্টেবল নিহত

রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড়ে ট্রাকচাপায় লতিফুর রহমান (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। তিনি ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) কর্মরত ছিলেন...

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড়ে ট্রাকচাপায় লতিফুর রহমান (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। তিনি ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) কর্মরত ছিলেন।

শনিবার রাত ১০টা ৪০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।

ডিএমপির নিউমার্কেট জোনের সহকারী কমিশনার শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান জানান, নিহত কনস্টেবলের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের মর্গে নেওয়া হয়েছে।

সহকারী কমিশনার কর্মকর্তা বলেন, সায়েন্স ল্যাবরেটরি থেকে শাহবাগ যাওয়ার পথে পেছন থেকে একটি ট্রাক মোটরসাইকেল আরোহী কনস্টেবল লতিফুরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

তিনি আরও বলেন, তিনি (লতিফুর রহমান) ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি কুড়িগ্রামের চিলমারীতে। বাবার নাম আবদুর রহমান।

বাংলাদেশ জার্নাল/আর

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/166608/রাজধানীতে-ট্রাকচাপায়-পুলিশের-কনস্টেবল-নিহত