কিশোরগঞ্জে করোনা ও উপসর্গে ৯ জনের মৃত্যু
শুক্রবার, ১৬ জুলাই, ২০২১
কিশোরগঞ্জে করোনা ও উপসর্গে ৯ জনের মৃত্যু
বর্তমানে জেলায় করোনায় আক্রান্ত রোগী ১৪৯২ জন। তাদের মধ্যে ১৮৬ জন হাসপাতালে ভর্তি আছেন।
কিশোরগঞ্জ প্রতিনিধিকিশোরগঞ্জে করোনা ও উপসর্গে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৬ জন করোনায় ও ৩ জন উপসর্গে মারা গেছেন।
শুক্রবার সকালে সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, জেলায় নতুন করে আরও ১১৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে সদর উপজেলায় ২৩ জন, করিমগঞ্জে ৪ জন, পাকুন্দিয়ায় ৯ জন, কটিয়াদীতে ১৪ জন, কুলিয়ারচরে ৮ জন, ভৈরবে ২০ জন, নিকলীতে ২ জন, বাজিতপুরে ৫ জন, ইটনায় ২ জন, মিঠামইনে একজন, ও অষ্টগ্রামে একজন শনাক্ত হয়েছেন।
বর্তমানে জেলায় করোনায় আক্রান্ত রোগী ১৪৯২ জন। তাদের মধ্যে ১৮৬ জন হাসপাতালে ভর্তি আছেন। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত জেলায় ১১৯ জনের মৃত্যু হয়েছে।
বাংলাদেশ জার্নাল/আরএ
from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/167279/কিশোরগঞ্জে-করোনা-ও-উপসর্গে-৯-জনের-মৃত্যু