কাজের সন্ধানে মৌলভীবাজার এসে ১৪ রোহিঙ্গা আটক
কাজের সন্ধানে মৌলভীবাজার এসে ১৪ রোহিঙ্গা আটক
কক্সবাজারের কুতুপালং ও বালুখালি ক্যাম্প থেকে কাজের সন্ধানে মৌলভীবাজারে পালিয়ে আসা ১৪ রোহিঙ্গা নাগরিককে আটক করেছে পুলিশ...
বাংলাদেশ
সিলেট প্রতিনিধিকক্সবাজারের কুতুপালং ও বালুখালি ক্যাম্প থেকে কাজের সন্ধানে মৌলভীবাজারে পালিয়ে আসা ১৪ রোহিঙ্গা নাগরিককে আটক করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়। তাদের মধ্যে ছয়জন শিশু রয়েছে।
এ নিয়ে রাত ১১টায় সদর মডেল থানায় তাৎক্ষণিক প্রেস ব্রিফিং করেছেন পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।
পুলিশ সুপার জানান, মডেল থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ বশির আহমেদ সঙ্গীয় ফোর্সদের নিয়ে লকডাউন প্রতিপালনে মোবাইল কোর্ট ও কিলো ডিউটি পালন করছিলেন। এসময় শহরের বাসস্ট্যান্ড এলাকায় রোহিঙ্গা নাগরিদের সন্দেহ হলে আটক করে থানায় নিয়ে আসেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত রোহিঙ্গারা তাদের নাম ও পরিচয় জানিয়েছেন।
আটকরা হলেন- মো. হামিদ হোসেন (৫০), হারুন (১৮), জুনায়েদ (১৪), ওসমান গনি (১০), ওমর ফারুক (১৬ মাস), নূর বেগম (৯), নূর কায়দা (৭) ও সাদিয়া ফাতেমা (৩)। তারা সবাই একই পরিবারের সদস্য এবং ৮ নং ক্যাম্প কুতুপালং, ব্লক ৫৯ এর বাসিন্দা। অন্যদিকে শফিক (২২), তার স্ত্রী মিনারা (২০) ও পাঁচ মাসের শিশু সন্তান রিয়াজ ৭নং কুতুপালং ক্যাম্প (ব্লক ই ৩৮) এর বাসিন্দা। এছাড়া আজিজুল হক (২৫) ৮ নং কুতুপালং ক্যাম্প (ব্লক ৫৮), নূর হাসান (৩১) ৮ ডব্লিউ কুতুপালং (ব্লক ৩৮) ও সোনালি (৫১) বালু খালি ৮ ডব্লিউ ক্যাম্প, (ব্লক এ ৩২) এর বাসিন্দা।
প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে আটককৃত রোহিঙ্গারা কৌশলে ক্যাম্প থেকে বের হয়ে এসেছেন। এরপর কয়েকদিন চট্রগ্রামে অবস্থান করে কাজের সন্ধান চালিয়েছেন। সেখানে মানুষ তাদের কাজ পাওয়ার জন্য সিলেটের দিকে আসার জন্য বলেছে।
তিনি আরও বলেন, গত ২৭ জুন চট্টগ্রাম থেকে এই ১৪ জন কাজের খোঁজে মৌলভীবাজার আসেন। কাজ না পেয়ে শুক্রবার (২ জুলাই) সন্ধ্যায় অন্যত্র কাজের সন্ধানে যাওয়ার চেষ্টা করেন। এ সময় বাসস্ট্যান্ড এলাকায় পুলিশ সন্দেহমূলক তাদের আটক করে থানায় নিয়ে আসে এবং তাদের জিজ্ঞাসাবাদে এসব তথ্য জানা যায়।
আটককৃত রোহিঙ্গাদের সংশ্লিষ্ট রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।
বাংলাদেশ জার্নাল/আর
from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/165510/কাজের-সন্ধানে-মৌলভীবাজার-এসে-১৪-রোহিঙ্গা-আটক