আওয়ামী লীগ নেতার বাসা থেকে টিসিবির পণ্য উদ্ধার
আওয়ামী লীগ নেতার বাসা থেকে টিসিবির পণ্য উদ্ধার
বরিশালের বাকেরগঞ্জে আওয়ামী লীগ নেতার বাসা থেকে টিসিবির এক হাজার লিটার সয়াবিন তৈল, ৫শ কেজি চিনি, ৫শ কেজি মুসুর ডাল উদ্ধার করেছে পুলিশ।
বাংলাদেশ
বরিশাল প্রতিনিধিবরিশালের বাকেরগঞ্জে আওয়ামী লীগ নেতার বাসা থেকে টিসিবির এক হাজার লিটার সয়াবিন তৈল, ৫শ কেজি চিনি, ৫শ কেজি মুসুর ডাল উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সন্ধ্যায় উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের কালীগঞ্জে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবুল হোসেন খলিফার নিজ বাসা থেকে এসব উদ্ধার করা হয়।
জানা যায়, বাকেরগঞ্জ উপজেলার দুর্গাপাশা ইউনিয়নের আলমগীর হোসেন সবুজের সৈকত এন্টারপ্রাইজের নামে এসব উঠানো হয়েছে। রাতেই কালীগঞ্জ বাজারের দোকানে বিক্রয় করার জন্য তার বাসায় মজুদ রাখেন।
বাকেরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সত্যরঞ্জন খাসকেল জানান, স্থানীয়রা গোপন সূত্রে জানতে পেরে ৯৯৯ নাম্বারে ফোন দিলে বাকেরগঞ্জ থানার একটি টিম গিয়ে আবুল হোসেন খলিফার বাসা থেকে টিসিবির পণ্য উদ্ধার করেন।
এ বিষয়ে আবুল হোসেন খলিফা জানান, আলমগীর হোসেন সবুজ শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে আমি টিসিবির পণ্য বের করে আমার বাসা রেখেছি। সেখান থেকে সবুজ পরে পণ্যগুলো নিয়ে যাবে।
বাংলাদেশ জার্নাল/ওএফ
from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/167148/আওয়ামী-লীগ-নেতার-বাসা-থেকে-টিসিবির-পণ্য-উদ্ধার