ওয়েবসাইট উন্নয়নের কাজ চলিতেছে, সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত...
জিম্বাবুয়ের দল ঘোষণা, অধিনায়ক ব্রেন্ডন টেলর

জিম্বাবুয়ের দল ঘোষণা, অধিনায়ক ব্রেন্ডন টেলর

জিম্বাবুয়ের দল ঘোষণা, অধিনায়ক ব্রেন্ডন টেলর

স্পোর্টস ডেস্ক

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। টাইগারদের বিপক্ষে স্বাগতিক দলকে নেতৃত্ব দেবেন ব্রেন্ডন টেলর। টেস্ট স্কোয়াডে থাকলেও টাইগারদের বিপক্ষে টেস্ট সিরিজ খেলা হয়নি নেই শন উইলিয়ামস ও ক্রেইগ অ্যারভিনের।

শুক্রবার হারারে স্পোর্টস ক্লাব মাঠে সিরিজের প্রথম ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। ওয়ানডে ম্যাচে নামার মাত্র ঘন্টাকয়েক আগে দল ঘোষণা করেছে স্বাগতিক দলটি। কি কারণে এত দেরিতে স্কোয়াড দিলো জিম্বাবুয়ে বোর্ড সেটি অবশ্য জানা যায়নি। 

 সিরিজের বাকি দুই ম্যাচ হবে ১৮ ও ২০ জুলাই। সিরিজটি আইসিসির ওয়ানডে সুপার লিগের অন্তর্ভুক্ত।

জিম্বাবুয়ের স্কোয়াড  

ব্রেন্ডন টেলর (অধিনায়ক), রায়ান বার্ল, রেজিস চাকাভা, টেন্ডাই চাতারা, লুক জঙ্গে, তিনাশে কামুনহুকাম্বে, উসলে ম্যাডভেরে, টিমাইসেন মারুমা, তাডিওয়ানসে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারাবানি, ডিয়ন মায়ার্স, রিচার্ড এনগারাভা, সিকান্দার রাজা, মিল্টন শুম্বা এবং ডোনাল্ড ত্রিপানো।

বাংলাদেশ জার্নাল-ওআই

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/sports/167271/জিম্বাবুয়ের-দল-ঘোষণা-অধিনায়ক-ব্রেন্ডন-টেলর