ওয়েবসাইট উন্নয়নের কাজ চলিতেছে, সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত...
বিয়ে না দেওয়ায় বিষপানে কিশোরের আত্মহত্যা

বিয়ে না দেওয়ায় বিষপানে কিশোরের আত্মহত্যা

বিয়ে না দেওয়ায় বিষপানে কিশোরের আত্মহত্যা

পরিবার থেকে বিয়ে না দেওয়ায় বাবা-মায়ের ওপর অভিমান করে ১৬ বছরের এক কিশোর আত্মহত্যা করেছে...

বাংলাদেশ

পাবনা প্রতিনিধি

পরিবার থেকে বিয়ে না দেওয়ায় বাবা-মায়ের ওপর অভিমান করে ১৬ বছরের এক কিশোর আত্মহত্যা করেছে।

শুক্রবার সকাল ১০টার দিকে পাবনার চাটমোহরের নিমাইচড়া পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পেশায় দিনমজুর শান্ত ওই গ্রামের আবদুল আলিমের ছেলে।

স্থানীয়রা জানান, বেশ কিছুদিন ধরে শান্ত বিয়ে করার জন্য পরিবারের লোকজনকে চাপ দিচ্ছিল। কিন্তু বিয়েতে রাজি ছিলেন না স্বজনরা। এ নিয়ে শুক্রবার সকালে বাবা-মায়ের সঙ্গে কথা কাটাকাটি হয় তার।

একপর্যায়ে অভিমান করে ঘরে রাখা ইঁদুর মারা গ্যাস ট্যাবলেট খায় শান্ত। পরে তাকে উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মো. ফয়সাল বিন আহসান বলেন, বিয়ে দেয়নি বলে বাবা-মায়ের ওপর অভিমান করে শান্ত আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে জেনেছি। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠান হয়েছে।

এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি জানান।

বাংলাদেশ জার্নাল/আর

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/168032/বিয়ে-না-দেওয়ায়-বিষপানে-কিশোরের-আত্মহত্যা