দুপুরে মাঠে নামছে টাইগাররা
দুপুরে মাঠে নামছে টাইগাররা
জিম্বাবুয়ের বিপক্ষে ৭৫ ওয়ানডেতে ৪৭টি জিতেছে বাংলাদেশ। স্বাগতিকদের এবার হোয়াইটওয়াশ করতে পারলে তাদের বিপক্ষে জয়ের হাফ সেঞ্চুরি করবে লাল-সবুজের প্রতিনিধিরা।
খেলাধুলা
খেলা ডেস্কজিম্বাবুয়ের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ খেলতে দুপুরে মাছে নামছে বাংলাদেশ।
শুক্রবার স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় অর্থাৎ বাংলাদেশ সময় দুপুর ১টা ৩০ মিনিটে মুখোমুখি হবে দুই দল। জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাব মাঠে ম্যাচটি শুরু হবে।
বাংলাদেশ থেকে ম্যচটি দেখা যাবে গাজী টেলিভিশন ও টি-স্পোর্টসে। অনলাইনে সরাসরি সম্প্রচার করবে র্যাবিটহোল বিডি।
হারারে স্পোর্টস ক্লাব মাঠে খেলা নিয়ে অধিনায়ক তামিম ইকবাল জানান, এই মাঠে বোলারদের শুরুতে সুবিধা হবে বিশেষ করে প্রথম ঘণ্টায়। এটা চ্যালেঞ্জিং হবে যদি আগে ব্যাট করি। আগে ব্যাট করলে সাবধান থাকতে হবে। আগে বোলিং করলে এই এক ঘণ্টা কাজে লাগাতে হবে।
এদিকে আইসিসি ওয়ানডে সুপার লিগের ম্যাচ হওয়ায় ৩ ওয়ানডের প্রতিটির জন্য বরাদ্দ ১০ পয়েন্ট। জিতলেই ১০ পয়েন্ট পাবে বাংলাদেশ। হারলেই ১০ পয়েন্ট শেষ। নয় ম্যাচে পাঁচ জয়ে ৫০ পয়েন্ট নিয়ে বাংলাদেশ এখন রয়েছে দ্বিতীয় স্থানে। ৩ ওয়ানডেতে ৩০ পয়েন্ট পেলে ৮০ পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে।
জিম্বাবুয়ের বিপক্ষে ৭৫ ওয়ানডেতে ৪৭টি জিতেছে বাংলাদেশ। স্বাগতিকদের এবার হোয়াইটওয়াশ করতে পারলে তাদের বিপক্ষে জয়ের হাফ সেঞ্চুরি করবে লাল-সবুজের প্রতিনিধিরা।
দুই দলের সম্ভাব্য একাদশ-
বাংলাদেশ: তামিম ইকবাল (অধিনায়ক), নাঈম শেখ, সাকিব আল হাসান, লিটন দাস (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।
জিম্বাবুয়ে: তিনাশে কামুনহুকামওয়ে, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েসলে মাধেভেরে, ডিওন মায়ার্স, ব্রেন্ডন টেলর (অধিনায়ক), সিকান্দার রাজা, রায়ান বার্ল, রিগার্স চাকাভা (উইকেটরক্ষক) ডোনাল্ড টিরিপানো, ব্লেসিং মুজারাবানি ও টেন্ডাই চাতারা।
বংলাদেশ জার্নাল/আরএ
from BD-JOURNAL https://www.bd-journal.com/sports/167283/দুপুরে-মাঠে-নামছে-টাইগাররা