সাভারে ট্রাকচাপায় মোটরসাইকেল চালক নিহত
সাভারে ট্রাকচাপায় মোটরসাইকেল চালক নিহত
সাভারে ট্রাকচাপায় রাশেদুল ইসলাম (২৩) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন...
বাংলাদেশ
সাভার প্রতিনিধিসাভারে ট্রাকচাপায় রাশেদুল ইসলাম (২৩) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
শুক্রবার বিকেলে সাভারের সিঅ্যান্ডবি আশুলিয়া বাইপাস সড়কে সরকারি হাঁস-মুরগির খামারের সামনে এই সড়ক দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে সাভার মডেল থানা পুলিশ।
নিহত রাশেদুল ইসলাম সাভারের ডেইরি ফার্ম এলাকার মিজানুর রহমানের ছেলে। তিনি সাভার কেন্দ্রীয় গো প্রজনন কেন্দ্রে (বেইলি ফার্ম) প্রায় দেড় বছর ধরে আউটসোর্সিংয়ের কাজ করতেন।
নিহতের ভগ্নিপতি মো. রেজাউল কবির জানান, বিকেলে মোটরসাইকেলে করে সাভারের কলমায় নিজের বাসায় যাচ্ছিলেন রাশেদুল। তিনি সরকারি হাঁস-মুরগির খামারের সামনে পৌঁছালে পেছন থেকে আসা একটি দ্রুত গতির ট্রাক তাকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক আলমগীর হোসেন জানান, খবর পেয়ে সাভার থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে। নিহতের পরিবারের আবেদনের ভিত্তিতে মরদেহ হস্তান্তর করা হবে।
বাংলাদেশ জার্নাল/আর
from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/167398/সাভারে-ট্রাকচাপায়-মোটরসাইকেল-চালক-নিহত