ওয়েবসাইট উন্নয়নের কাজ চলিতেছে, সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত...
ইতালি-স্পেন প্রথমার্ধ গোলশূন্য

ইতালি-স্পেন প্রথমার্ধ গোলশূন্য

ইতালি-স্পেন প্রথমার্ধ গোলশূন্য

ইউরো কাপের হাই ভোল্টেজ ম্যাচে ইতালির বিপক্ষে মাঠে নেমেছে স্পেন। ম্যাচটি বাংলাদেশ সময় শুরু হয় রাত ১টায়। এই ম্যাচে হারলেই ফানাইলে উঠার লাড়াই থেকে ছিটকে যাবে সেই দল। এমন সমীকরণের ম্যাচে প্রথমার্ধ শেষ হয়েছে গোল শূন্য...

খেলাধুলা

স্পোর্টস ডেস্ক

ইউরো কাপের হাই ভোল্টেজ ম্যাচে ইতালির বিপক্ষে মাঠে নেমেছে স্পেন। ম্যাচটি বাংলাদেশ সময় শুরু হয় রাত ১টায়। এই ম্যাচে হারলেই ফানাইলে উঠার লাড়াই থেকে ছিটকে যাবে সেই দল। এমন সমীকরণের ম্যাচে প্রথমার্ধ শেষ হয়েছে গোল শূন্য ব্যবধানে।

ম্যাচের ৩ মিনিটের মাথায় আক্রমণে যায় ইতালি। তবে সেই নিকোলো বারেল্লা অফসাইডের আওতায় পড়েন। ভেস্তে যায় ইতালির আক্রমণ। যদিও বারেল্লার শট এক্ষেত্রে পোস্টে প্রতিহত হয়।

৫ মিনিটের মাথায় ফের আরেকবার ইতালির আক্রমণ ভেস্তে যায়। এবারও কারণ অফসাইড। তবে ম্যাচের ১৫ মিনিটে পাল্টা আক্রমণে যায় স্পেন। স্ট্রাইকার ফেরান তোরেস ইতালির জালে বল জড়ানোর চেষ্টায় ব্যর্থ হয়। ২৫ মিনিটের মাথায় দানি ওলমোর শট প্রতিহত করেন ইতালির গোলরক্ষক দোনারুমা।

ম্যাচের ৩৩ মিনিটের মাথায় ফের ইতালির পোস্টে শট নেন ওলমো। যদিও বল ক্রসবারের উপর দিয়ে মাঠের বাইরে চলে যায়। শেষ পর্যন্ত প্রথামার্ধ শেষ হয়েছে গোলশূন্য থেকেই।

বাংলাদেশ জার্নাল/আইএইচ/আর

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/sports/166068/ইতালি-স্পেন-প্রথমার্ধ-গোলশূন্য