হিলিতে ট্রেনের ধাক্কায় রেলওয়ে কর্মচারীর মৃত্যু
হিলিতে ট্রেনের ধাক্কায় রেলওয়ে কর্মচারীর মৃত্যু
দিনাজপুরের হিলিতে রেল লাইন পার হওয়ার সময় চিলাহাটী গামী রুপসা ট্রেনের ধাক্কায় জাহাঙ্গীর (৪২) নামে এক রেলওয়ে কর্মচারী নিহত ...
বাংলাদেশ
হিলি প্রতিনিধদিনাজপুরের হিলিতে রেল লাইন পার হওয়ার সময় চিলাহাটী গামী রুপসা ট্রেনের ধাক্কায় জাহাঙ্গীর (৪২) নামে এক রেলওয়ে কর্মচারী নিহত হয়েছেন।
বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে হিলি রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর রাজশাহী জেলার সদর উপজেলার দাসপুকুর গ্রামের মৃত আরমান আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হিলি রেলওয়ে স্টেশন এলাকায় রেল লাইনের স্লিপারের কাজ শেষে দুপুরে খাবার খেতে যাচ্ছিলেন জাহাঙ্গীর। যাওয়ার পথে রেল লাইনের পার হওয়ার সময় খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটী গামী রুপসা ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় লাইনে লুটে পড়েন তিনি। পরে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে হাকিমপুর থানার উপ-পরির্দশক দীনেস বাবু বলেন, আমরা খবর পেয়ে হাসপাতালে এসেছি। তদন্ত শেষে এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন- গাজীপুরে কারখানায় দগ্ধ পোশাক শ্রমিকের মৃত্যু
মামার বাড়ি বেড়ানো শেষে বাড়ি ফেরা হলো না রাব্বির
বাংলাদেশ জার্নাল/আর
from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/162839/হিলিতে-ট্রেনের-ধাক্কায়-রেলওয়ে-কর্মচারীর-মৃত্যু