পুলিশের নজরে ঝিনাইদহের টিকটকাররা

পুলিশের নজরে ঝিনাইদহের টিকটকাররা

পুলিশের নজরে ঝিনাইদহের টিকটকাররা

লাইকি ভিডিও ও টিকটকের নামে অশ্লিল কর্মকান্ড প্রতিরোধে নজরদারী শুরু করেছে ঝিনাইদহ জেলা পুলিশ। লাইকি ও টিকটক আইডি অনুসন্ধান করে তালিকা তৈরী করা হচ্ছে। খোঁজ করা হচ্ছে বেশি কিছু তরুনীকে।

ঝিনাইদহ প্রতিনিধি

লাইকি ভিডিও ও টিকটকের নামে অশ্লিল কর্মকান্ড প্রতিরোধে নজরদারী শুরু করেছে ঝিনাইদহ জেলা পুলিশ। লাইকি ও টিকটক আইডি অনুসন্ধান করে তালিকা তৈরী করা হচ্ছে। খোঁজ করা হচ্ছে বেশি কিছু তরুনীকে। 

বৃহস্পতিবার অসামাজিক কাজে লিপ্ত থাকার সময় তুলি ও আশিকুর রহমান নামে দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশের সাইবার দমন বিভাগের কর্মকর্তারা জানান, অনেক অভিভাবক থানায় এসে তাদের অসহায়ত্বের কথা জানাচ্ছেন। উঠতি বয়সের তরুনীরা লাইকি ও টিকটকে আসক্তি হয়ে ঘরবাড়ি ছাড়ছেন। অভিভাবকদের কথা শুনছেন না। নিয়মিত মেলামেশা করছে ছেলে বন্ধুদের সঙ্গে। ফলে সমাজে ব্যাভিচার ছড়িয়ে পড়ছে। 

লাইকি ও টিকটকের নামে ঝিনাইদহে একটি চক্র গড়ে উঠেছে। তারা মুলত এসবের আড়ালে অসামাজিক-অনৈতিক কর্মকান্ডে জড়িয়ে পড়ছে। এভাবে ঝিনাইদহ শহরে নারী পাচার চক্র গড়ে উঠতে পারে বলেও অনেকের শঙ্কা।  

ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার এ বিষয়ে জানান, আমরা অভিভাবকদের সচেতন হওয়ার পরামর্শ দিয়ে তাদের সন্তানরা কোথায় কি করছেন তা খোঁজ রাখার পরামর্শ দিচ্ছি।

বাংলাদেশ জার্নাল/এমএস

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/162177/পুলিশের-নজরে-ঝিনাইদহের-টিকটকাররা