সাতদিনের লকডাউনে কুষ্টিয়ার আজমপুর বাজার
সাতদিনের লকডাউনে কুষ্টিয়ার আজমপুর বাজার
কুষ্টিয়ার মিরপুরে একটি বাজার সাতদিনের জন্য লকডাউন ঘোষণা...
বাংলাদেশ
কুষ্টিয়া প্রতিনিধিকুষ্টিয়ার মিরপুরে একটি বাজার সাতদিনের জন্য লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। বুধবার সন্ধ্যায় উপজেলায় সদরপুর ইউনিয়নের পুরাতন আজমপুর গ্রামে মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিংকন বিশ্বাস লকডাউন ঘোষণা করেন।
এ সময় উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন, ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন, সদরপুর ইউপি চেয়ারম্যান রবিউল হক রবি, সদরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক নিয়াত আলী লালু মাষ্টার, আমলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম আজম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা লিংকন বিশ্বাস জানান, কয়েক দিন আগে পুরাতন আজমপুর এলাকার এক বাসিন্দা কাজের সূত্রে চাঁপাইনবাবগঞ্জ গিয়েছিলেন। সেখান থেকে ফিরে আসার পর তিনি করোনায় আক্রান্ত হন। এ সময় তিনি স্থানীয় আজমপুর বাজারে চায়ের দোকানে বসে বিভিন্ন মানুষের সঙ্গে চা পান করেছিলেন। ওই ব্যক্তির পরিবারের আরও দুজন সদস্যও করোনায় আক্রান্ত হয়েছে।
যেহেতু চাঁপাইনবাবগঞ্জ থেকে ফিরে আসার পর করোনা শনাক্ত হয়েছে, সেহেতু তিনি ভারতীয় ধরনে আক্রান্ত হতে পারেন। এ জন্য আজমপুর গ্রামের বাজারটি সাতদিনের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে, যাতে সেখানে লোকসমাগম না হয়।
বাংলাদেশ জার্নাল/আর
from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/162837/সাতদিনের-লকডাউনে-কুষ্টিয়ার-আজমপুর-বাজার