ছেলের সামনে স্ত্রীকে পিটিয়ে হত্যা
ছেলের সামনে স্ত্রীকে পিটিয়ে হত্যা
কুষ্টিয়ায় পারিবারিক কলহের জের ধরে ছেলের সামনে পলি খাতুন (২৬) নামের এক গৃহবধুকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী আবু বক্করের বিরুদ্ধে।
কুষ্টিয়া প্রতিনিধিকুষ্টিয়ায় পারিবারিক কলহের জের ধরে ছেলের সামনে পলি খাতুন (২৬) নামের এক গৃহবধুকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী আবু বক্করের বিরুদ্ধে।
শুক্রবার দুপুরের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত পলি খাতুন কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের খয়েরপুর গ্রামের রফিকুল ইসলামের মেয়ে। ঘাতক স্বামী আবু বক্কর একই এলাকার সাবেক গ্রাম পুলিশ আয়ুব আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ২ জুন বিকেলে পারিবারিক কলহের জের ধরে বাকবিতন্ডা হয়। পরে রাত ২ টার সময় পলি খাতুন ঘুমিয়ে থাকলে তার স্বামী আবু বক্কর তাকে ঘুমন্ত অবস্থায় একাধিকবার লোহার হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে মারাত্বকভাবে রক্তাক্ত করে। এসময় তাদের ছেলে চিৎকার করলে আবু বক্কর পলি খাতুনকে অজ্ঞান অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়।
মিরপুর থানার উপ-পুলিশ পরিদর্শক এসআই সাইদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনার পর থেকে অভিযুক্ত আবু বক্কর পলাতক রয়েছে।
বাংলাদেশ জার্নাল/এমএস
from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/district-upazila/163042/ছেলের-সামনে-স্ত্রীকে-পিটিয়ে-হত্যা