ছত্রিশ কার্যদিবসে ৫৭৯১৭ আসামির জামিন

ছত্রিশ কার্যদিবসে ৫৭৯১৭ আসামির জামিন

ছত্রিশ কার্যদিবসে ৫৭৯১৭ আসামির জামিন

করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় চলমান বিধিনিষেধে উদ্ভুত পরিস্থিতিতে ভার্চুয়ালে আবেদনের শুনানি নিয়ে ৩৬ কার্যদিবসে সারাদেশে নিম্ন আদালত ও ট্রাইব্যুনালে ৫৭ হাজার ৯১৭ জন আসামি জামিনে কারামুক্ত হয়েছেন।

জার্নাল ডেস্ক

করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় চলমান বিধিনিষেধে উদ্ভুত পরিস্থিতিতে ভার্চুয়ালে আবেদনের শুনানি নিয়ে ৩৬ কার্যদিবসে সারাদেশে নিম্ন আদালত ও ট্রাইব্যুনালে ৫৭ হাজার ৯১৭ জন আসামি জামিনে কারামুক্ত হয়েছেন।

সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের মুখপাত্র ও বিশেষ কর্মকর্তা ব্যারিস্টার মোহাম্মদ সাইফুর রহমান। 

তিনি বলেন, গত ১২ এপ্রিল হতে ৬ জুন পর্যন্ত মোট ৩৬ কার্যদিবসে সারাদেশে অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালে ১ লাখ ১২ হাজার ১৮১টি মামলায় জামিনের দরখাস্ত ভার্চুয়াল শুনানির মাধ্যমে নিষ্পত্তি হয়। মোট ৫৭ হাজার ৯১৭ জন হাজতি অভিযুক্ত ব্যক্তি জামিনপ্রাপ্ত হয়ে কারাগার থেকে মুক্ত হয়েছেন।

সুপ্রিমকোর্ট মুখপাত্র জানান, রোববার (৬ জুন) সারাদেশে অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালে ৩ হাজার ১৬৯টি ফৌজদারি মামলায় ভার্চুয়াল শুনানিতে জামিন-দরখাস্ত নিষ্পত্তি হয় এবং ১ হাজার ৫৪৬ জন হাজতি অভিযুক্ত ব্যক্তি জামিনে কারা মুক্ত হয়েছেন।

বাংলাদেশ জার্নাল/এমএম

 

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/law-court/162592/ছত্রিশ-কার্যদিবসে-৫৭৯১৭-আসামির-জামিন