সপ্তাহ শেষে বাড়বে তাপমাত্রা
বুধবার, ২ জুন, ২০২১
সপ্তাহ শেষে বাড়বে তাপমাত্রা
সপ্তাহের শেষে সারা দেশে তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার সন্ধ্যায় পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এই কথা বলা হয়েছে।
জার্নাল ডেস্কসপ্তাহের শেষে সারা দেশে তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার সন্ধ্যায় পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এই কথা বলা হয়েছে।
এতে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বৃষ্টি হতে পারে।
এদিকে গতকাল মঙ্গলবার সকালে ঢাকায় ভারী বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত তিন ঘণ্টায় ৮৫ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হয়েছে। এই বৃষ্টিপাতের ফলে গত কয়েকদিনের তীব্র তাপদাহ বেশ কমে গেছে। এর আগে ২০১৭ সালে রাজধানীতে ১২৩ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির রেকর্ড রয়েছে। চার বছর পর মঙ্গলবারই সর্বোচ্চ বৃষ্টিপাত হলো ঢাকায়।
বাংলাদেশ জার্নাল/এমএস
from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/161790/সপ্তাহ-শেষে-বাড়বে-তাপমাত্রা