বাসচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

বাসচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

বাসচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ভোলার দৌলতখানে বাস চাপায় মো. রাসেদ (১৯) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ১১টার দিকে বাংলাবাজার-দৌলতখান সড়কের মৃর্ধারহাট নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে...

বাংলাদেশ

ভোলা প্রতিনিধি

ভোলার দৌলতখানে বাস চাপায় মো. রাসেদ (১৯) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ১১টার দিকে বাংলাবাজার-দৌলতখান সড়কের মৃর্ধারহাট নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাসেদ উপজেলার দলিল খায়েরহাট এলাকার নুরন্নবীর মিয়ার ছেলে এবং পেশায় একজন শ্রমিক।

স্থানীয়রা জানায়, রাতে কাজ শেষ করে রাসেদ বাংলাবাজার থেকে মোটরসাইকেলে করে দৌলতখানের দিকে যাচ্ছিলেন। পথে মৃর্ধারহাট এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস চাপা দিলে সে গুরুতর আহত হয়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

বাংলাদেশ জার্নাল/এনকে

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/161799/বাসচাপায়-মোটরসাইকেল-আরোহীর-মৃত্যু