নেত্রকোনায় অপহৃত ছাত্রী গাজীপুরে উদ্ধার, যুবক আটক
নেত্রকোনায় অপহৃত ছাত্রী গাজীপুরে উদ্ধার, যুবক আটক
নেত্রকোনা থেকে অপরহণের তিনদিন পর অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৩) গাজীপুর থেকে উদ্ধার...
বাংলাদেশ
নেত্রকোনা প্রতিনিধিনেত্রকোনা থেকে অপরহণের তিনদিন পর অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৩) গাজীপুর থেকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে গাজীপুর জেলার কোনাবাড়ী এলাকা থেকে ডিবি পুলিশের সহায়তা জাহাঙ্গীর (২৮) নামে এক যুবককে আটক এবং ওই ছাত্রীকে সেখান থেকে উদ্ধার করে বারহাট্টা থানা পুলিশ।
বারহাট্টা থানার ওসি মো. মিজানুর রহমান জানান, উদ্ধার হওয়া শিক্ষার্থীকে মঙ্গলবার বিকেলে ডাক্তারি পরীক্ষার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সেখান থেকে তাকে ২২ ধারায় জবানবন্দির জন্য জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেয়া হবে।
আটক হওয়া জাহাঙ্গীর বারহাট্টা উপজেলার সাহতা ইউনিয়নের সাহতা গ্রামের ডেনডু মিয়ার ছেলে।
জানা যায়, গত ৩ জুন (বৃহস্পতিবার) দুপুরের দিকে ওই ছাত্রী এলাকা থেকে নিখোঁজ হয়। পরে তার পরিবার খোঁজাখুঁজি করে না পেয়ে ৪ জুন (শুক্রবার) তার বাবা বাদী হয়ে জাহাঙ্গীরকে প্রধান আসামি করে আরও তিন-চারজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।
বারহাট্টা থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, ছাত্রীটিকে গাজীপুর জেলার কোনাবাড়ি এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। এসময় প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িত অন্যান্য সহযোগীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
বাংলাদেশ জার্নাল/আর
from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/162721/নেত্রকোনায়-অপহৃত-ছাত্রী-গাজীপুরে-উদ্ধার-যুবক-আটক