টিকা নিয়ে বাংলাদেশের সঙ্গে আলোচনার সময় এখন নয়
টিকা নিয়ে বাংলাদেশের সঙ্গে আলোচনার সময় এখন নয়
বাংলাদেশকে টিকা দেয়া প্রসঙ্গে আলোচনার উপযুক্ত সময় এখন নয় বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী।
আন্তর্জাতিক ডেস্কবাংলাদেশকে টিকা দেয়া প্রসঙ্গে আলোচনার উপযুক্ত সময় এখন নয় বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী। বৃহস্পতিবার এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
অরিন্দম বাগচী বলেন, ভারতের করোনা পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণের পর্যায়ে আসেনি। নাগরিকদের টিকা নিশ্চিত করতে আমরা এখন টিকা আমদানির চেষ্টা করছি। সেখানে ভারতে উৎপাদিত টিকা বাংলাদেশ ও নেপালে রপ্তানির বিষয় নিয়ে এখন আলোচনার উপযুক্ত সময় নয়। এ নিয়ে প্রশ্ন ওঠাও ঠিক না।
তিনি বলেন, টিকা ও অন্যান্য চিকিৎসা সরঞ্জাম রফতানির ক্ষেত্রে ভারতই সবার আগে ছিল। তবে এখন আর তা সম্ভব নয়। আমরা দেশে টিকার উৎপাদন বাড়াতে চেষ্টা করছি। পাশপাশি আমদানির চেষ্টা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্র থেকে ভারতে ভ্যাকসিন সরবরাহ করা হবে কি-না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বাগচী বলেন, ভ্যাকসিন সহজলভ্য করতে ভারত সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, সেটি দেশের অভ্যন্তরে উত্পাদন বাড়ানো হোক কিংবা বিদেশ থেকে সরবরাহের মাধ্যমেই হোক।
বাংলাদেশ জার্নাল/এমএম
from BD-JOURNAL https://www.bd-journal.com/international/162065/টিকা-নিয়ে-বাংলাদেশের-সঙ্গে-আলোচনার-সময়-এখন-নয়