গাজীপুরে অপহৃত শিশু উদ্ধার, দম্পতিসহ গ্রেপ্তার ৩
গাজীপুরে অপহৃত শিশু উদ্ধার, দম্পতিসহ গ্রেপ্তার ৩
বাংলাদেশ
গাজীপুর প্রতিনিধিগাজীপুরে অপহরণের ২৪ ঘন্টা পর শিশু রুবায়েতকে (৫) উদ্ধার করেছে গাজীপুর মেট্টোপলিটন পুলিশ (জিএমপি)। সে সিটি কর্পোরেশনের লক্ষীপুরা এলাকার রুবেল মিয়ার ছেলে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দম্পতিসহ অপহরণ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় গাজীপুর মেট্টোপলিটন পুলিশ (জিএমপি’র) সহকারী কমিশনার (মিডিয়া) রিপন চন্দ্র সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলো পঞ্চগড়ের বোদা উপজেলার পাঁচপীর গ্রামের মৃত কাশেমের ছেলে আনিছুর রহমান (৩৮), তার স্ত্রী রোকসানা আক্তার ওরফে নাসরিন ওরফে বৃষ্টি (৩৫), টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার (ঘাটাইল উত্তর) গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে বেলায়েত হোসেন মন্নু (৫৮)। আনিছুর দম্পতি গাজীপুর সিটি কর্পোরেশনের মুদাফা এলাকায় ভাড়া থাকত।
জিএমপি’র সহকারী কমিশনার (মিডিয়া) রিপন চন্দ্র সরকার জানান, গত শুক্রবার (৪ জুন) শিশু রুবায়েত তার ফুফু আঁখির (৮) সাথে বাসায় খেলছিল। তাদের বাড়ির পূর্বের ভাড়াটিয়া বৃষ্টি আক্তার ওইদিন সকাল ১০টায় ভিটিমের বাসায় য়ায়। সে শিশুদের খোঁজ-খবর নিয়ে শিশুর দাদির সাথে আড্ডা দেয়। এক পর্যায়ে বৃষ্টি আইসক্রীম কিনে দেয়ার কথা বলে শিশু রুবায়েত ও আঁখিকে পাশের তিনসড়ক এলাকায় নিয়ে যায়। সেখানে গিয়ে আঁখিকে ৩টি আইসক্রিম কিনে দিয়ে বাসায় পাঠিয়ে দেয় এবং কৌশলে শিশু রুবায়েতকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। স্বজনেরা সম্ভাব্য সকল স্থানে খোঁজা-খুজি করে তাকে না পেয়ে শিশুর দাদা গেন্দু মিয়া বাদি হয়ে গাজীপুর মেট্টোপলিটন পুলিশ (জিএমপি’র) সদর থানায় একটি মামলা দায়ের করেন। তাৎক্ষনিক পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে তাদের কয়েকটি টিম পৃথকভাবে পঞ্চগর, টঙ্গী, উত্তরা এবং টাঙ্গাইলের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। এক পর্যায়ে পুলিশ অপহরণকারী চক্রের সদস্য বেলায়েত হোসেন মন্নুকে টাঙ্গাইলের কালিহাতি এলাকা থেকে এবং আনিছুর রহমানকে গাজীপুরের টঙ্গী পশ্চিম থানা এলাকা থেকে গ্রেফতার করে। গ্রেফতার আনিছুরের দেওয়া তথ্য মতে শনিবার (৫ জুন) রাতে টাঙ্গাইলের ঘাটাইল থেকে বৃষ্টিকে গ্রেফতার এবং তাদের হেফাজত থেকে অপহৃত ভিকটিম রুবায়েতকে উদ্ধার করে।
বাংলাদেশ জার্নাল/টিআই
from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/162466/গাজীপুরে-অপহৃত-শিশু-উদ্ধার-দম্পতিসহ-গ্রেপ্তার-৩