ভারতের টিকা রপ্তানি নিষিদ্ধে মারাত্মক ঝুঁকিতে ৯১ দেশ
ভারতের টিকা রপ্তানি নিষিদ্ধে মারাত্মক ঝুঁকিতে ৯১ দেশ
আফ্রিকান দেশগুলোতে টিকার মজুদ অপ্রতুল থাকার কারণে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
জার্নাল ডেস্কভারত সরকার করোনার টিকা সেরাম ইন্সটিটিউটের উৎপাদিত অ্যাস্ট্রোজেনেকার কোভিশিল্ড এবং উৎপাদনের অপেক্ষায় থাকা ভাভ্যাক্স ভ্যাকসিনের রপ্তানি নিষিদ্ধ করায় বিশ্বের ৯১টি দেশের ওপর মারাত্মক প্রভাব পড়েছে। আফ্রিকান দেশগুলোতে টিকার মজুদ অপ্রতুল থাকার কারণে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান বিজ্ঞানী সৌম্য স্বামীনাথান ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেছেন।
স্বামীনাথন আরও বলেন যে শুধু ভারতই নয়, বিশ্বের অনেক দেশেই নতুন নতুন ভ্যারিয়েন্ট তৈরি হচ্ছে ।আতঙ্ক ছড়াচ্ছে মানুষের মাঝে। এসব ধরন দ্রুত ছড়িয়ে পড়ছে।
গত বছর অ্যাস্ট্রাজেনেকার সাথে স্বাক্ষরিত আইনি বাধ্যবাধকতাবিষয়ক চুক্তি অনুযায়ী, সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া বিশ্বের নিম্ন এবং মধ্য আয়ের দেশগুলোতে একশ কোটি ডোজ সরবরাহের কথা ছিল। এর মধ্যে শুধুমাত্র ২০২০ সালেই ৪০ কোটি ডোজ সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছিল অ্যাস্ট্রাজেনেকা।
সৌম্য স্বামীনাথন বলেছেন যে আফ্রিকার বেশিরভাগ দেশ শূন্য দশমিক ৫ শতাংশেরও কম জনগোষ্ঠীকে টিকা দিতে পেরেছে। এমনকি তাদের স্বাস্থ্যকর্মীদের বেশিরভাগের বরাতেই ঠিকঠাক টিকা জোটেনি।
বাংলাদেশ জার্নাল/এমএ
from BD-JOURNAL https://www.bd-journal.com/international/161700/ভারতের-টিকা-রপ্তানি-নিষিদ্ধে-মারাত্মক-ঝুঁকিতে-৯১-দেশ