এরিকসেনের অবস্থা স্থিতিশীল
এরিকসেনের অবস্থা স্থিতিশীল
স্ট্রেচারে করে মাঠ ছাড়ার সময় তার জ্ঞান ফিরে আসে। আশার কথা, ভালো আছেন এরিকসন। আনুষ্ঠানিক কোনো ঘোষণা না এলেও এক ছবিতে দেখা গেছে স্ট্রেচারে করে নিয়ে যাওয়ার সময় হাত তুলেছেন তিনি।
জার্নাল ডেস্কইউরোর ম্যাচ চলাকালে ঘটে গেল এক হৃদয়বিদারক ঘটনা। ম্যাচ চলাকালিন হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন ডেনমার্কের মিডফিল্ডার ক্রিস্টিয়ান এরিকসন। এরপর দ্রুত মাঠের বাইরে এনে সিপিআর (মুখে মুখ লাগিয়ে শ্বাস) দিতে হয়। পরে খেলা স্থগিত করা হয়।
তবে স্ট্রেচারে করে মাঠ ছাড়ার সময় তার জ্ঞান ফিরে আসে। আশার কথা, ভালো আছেন এরিকসন।
আনুষ্ঠানিক কোনো ঘোষণা না এলেও এক ছবিতে দেখা গেছে স্ট্রেচারে করে নিয়ে যাওয়ার সময় হাত তুলেছেন তিনি।
এদিকে এরিকসেনের জ্ঞান হারানোর ঘটনায় জরুরি ভিত্তিতে স্থগিত করা হয়েছিল ম্যাচ। স্থগিত ম্যাচের বিষয়ে সিদ্ধান্ত নেয়ার জন্য জরুরি আলোচনায় বসেছে আয়োজক সংস্থা উয়েফা, দুই দলের প্রতিনিধি ও ম্যাচ অফিসিয়ালরা।
স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে ম্যাচের বিষয়ে সিদ্ধান্ত দেয়া হবে বলে জানিয়েছে উয়েফা।
আরও পড়ুনঃ মাঠেই জ্ঞান হারালেন এরিকসেন, বন্ধ ম্যাচ
বাংলাদেশ জার্নাল/এমএস
from BD-JOURNAL https://www.bd-journal.com/sports/163151/এরিকসেনের-অবস্থা-স্থিতিশীল