সাজেদুর আবেদীন শান্ত’র দুটি কবিতা
রবিবার, ১৩ জুন, ২০২১
সাজেদুর আবেদীন শান্ত’র দুটি কবিতা
হরিণী চোখের কোটরে ঘন মেঘের মতো কালো কাজল, দেখেছিলাম যেদিন ঠিক সেদিনই তোমায় ভালোবেসেছিলাম
শিল্প-সাহিত্য ডেস্কউপহার
তোমাকে যে আকাশটা উপহার দিতে চেয়েছিলাম, তা কিনতে পারিনি
বহুত দাম চায় একটা আকাশের বিনিময়ে আমার চোখের নদী! বলো, তাই কি হয়?
তাও আমি দিতাম তোমার জন্য শুধু চোখের নদী কেনো? আমি দিতে পারি আমার ভিতরে প্রবাহিত হিমোগ্লোবিনের নদীও
কিন্তু আমার চোখের নদীতো শুকিয়ে গেছে তোমার তৃষাতুর মনে ভালোবাসা জাগাতে।
ভালোবেসে ছিলাম
পৃথিবীর সামান্য আলোতে তোমার চুলের আবডালে তোমার মুখ যেদিন দেখেছিলাম সেদিনই তোমায় ভালোবেসেছিলাম
হরিণী চোখের কোটরে ঘন মেঘের মতো কালো কাজল, দেখেছিলাম যেদিন ঠিক সেদিনই তোমায় ভালোবেসেছিলাম
তোমার কপালের দিগন্তে নীল টিপ যেদিন পরেছিলে সেদিনই তোমায় ভালোবেসেছিলাম
তোমার ঠোঁটের উষ্ণ, আদ্র অভিবাদন যেদিন পেয়েছিলাম সেদিনই তোমাকে ভালোবেসেছিলাম
তোমাকে ভালোবেসেছিলাম হেরে যাওয়ার দিন তোমাকে ভালোবেসেছিলাম মরে যাওয়ার দিন।
বাংলাদেশ জার্নাল/এমএস
from BD-JOURNAL https://www.bd-journal.com/literature-and-culture/poem/163156/সাজেদুর-আবেদীন-শান্তর-দুটি-কবিতা