কুবিতে আজ থেকে স্বশরীরে পরীক্ষা, চলবে পরিবহন
কুবিতে আজ থেকে স্বশরীরে পরীক্ষা, চলবে পরিবহন
যথাযথ স্বাস্থ্যবিধি মেনে আজ রোববার থেকে সীমিত পরিসরে দাপ্তরিক কার্যক্রম শুরু করবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। একইসঙ্গে এদিন থেকে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলোও স্বশরীরে শুরু হবে। পরীক্ষার্থীদের জন্য পরিবহনও চলবে।
কুবি প্রতিনিধিযথাযথ স্বাস্থ্যবিধি মেনে আজ রোববার থেকে সীমিত পরিসরে দাপ্তরিক কার্যক্রম শুরু করবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। একইসঙ্গে এদিন থেকে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলোও স্বশরীরে শুরু হবে। পরীক্ষার্থীদের জন্য পরিবহনও চলবে।
শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মুহ. আমিনুল ইসলাম আকন্দ এ তথ্য নিশ্চিত করেন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের বলেন, সকাল সাড়ে নয়টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সীমিত পরিসরে প্রশাসনিক কার্যক্রম চলবে। এছাড়া পরীক্ষার্থীদের যথাযথ স্বাস্থ্যবিধি নিশ্চিত করে পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য অনুরোধও জানান তিনি।
করোনার কারণে গেল বছরের ১৭ মার্চ থেকে বিশ্ববিদ্যালয় বন্ধ হলেও ৬ জুলাই থেকে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয়। একই বছরের ২০ ডিসেম্বর স্নাতক ও স্নাতকোত্তর শেষ সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষার মাধ্যমে বিভিন্ন বিভাগের পরীক্ষা নেওয়া শুরু করে প্রশাসন।
এ সময়ে ৩২টি সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। তবে করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় শিক্ষা মন্ত্রণালায়ের নির্দেশনা অনুযায়ী চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি পুনরায় সব ধরনের পরীক্ষা কার্যক্রম বন্ধ করে দেয় কুবি। এরপর ৩ জুন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পরিষদের সভায় ১৩ জুন থেকে স্বশরীরে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে বিশ্ববিদ্যালয়।
বাংলাদেশ জার্নাল/এমএস
from BD-JOURNAL https://www.bd-journal.com/education/163154/কুবিতে-আজ-থেকে-স্বশরীরে-পরীক্ষা-চলবে-পরিবহন