সিলেটের অপূর্ণতার নাম দিরাই-শাল্লা সড়ক যোগাযোগ
সিলেটের অপূর্ণতার নাম দিরাই-শাল্লা সড়ক যোগাযোগ
স্বাধীনতার ৫০ বছর চলছে। অথচ অবাক হলেও সত্যি, সুনামগঞ্জের শাল্লা উপজেলা এখনো জেলা শহর থেকে বিচ্ছিন্ন। স্বাধীনতা পরবর্তী দেশের রাজনীতিতে সুনামগঞ্জের এই জনপদের মানুষের গুরুত্বপূর্ণ অবদান থাকলেও ভাগ্য ফেরেনি শাল্লাবাসীর...
সিলেট প্রতিনিধিস্বাধীনতার ৫০ বছর চলছে। অথচ অবাক হলেও সত্যি, সুনামগঞ্জের শাল্লা উপজেলা এখনো জেলা শহর থেকে বিচ্ছিন্ন। স্বাধীনতা পরবর্তী দেশের রাজনীতিতে সুনামগঞ্জের এই জনপদের মানুষের গুরুত্বপূর্ণ অবদান থাকলেও ভাগ্য ফেরেনি শাল্লাবাসীর। স্বাধীনতার ৫০ বছর পরও নেই উপজেলা সদরে যাওয়ার রাস্তাটুকু। এমন বাস্তবতায় শাল্লা-দিরাই রাস্তার দাবিতে হাতে হাত রেখে মাঠে নেমেছেন ওই উপজেলার শত শত মানুষ।
শুক্রবার বিকাল ৪টায় সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন পালন করা হয়। যেখানে ‘দাবি মোদের একটাই, দিরাই-শাল্লার রাস্তা চাই’ এমন অসংখ্য প্লে-কার্ড হাতে নিয়ে মানববন্ধন পালন করলেন সিলেটের দিরাই-শাল্লার সচেতন মানুষ।
মানববন্ধনে সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদের সভাপতিত্বে ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মৃন্ময় দাস ঝুটনের পরিচালনায় বক্তব্য রাখেন- শাহীদ আলী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ধীরেন্দ্র চন্দ্র দাশ রায়, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সঞ্জয় চৌধুরী, জ্যোর্তিময় তালুকদার, বিশ্বজিৎ তালুকদার, এড. সুব্রত দাস, রেদোয়ান মাহমুদ, এড. অমিতাভ চৌধুরী, সুমন কুমার দাস, অর্পন তালুকদার, প্রণতোষ দাস, মিঠু সরকার, খায়রুল বাশার, সুব্রত রায়, জুলহাস আহমদ, সৈয়দ আহমদ দুলাল, সুরঞ্জিত তালুকদার, রাজীব রায় রাজু, রাজীব দাস, বিপুল তালুকদার, শীতল রায়, সমর দাশসহ শাল্লা-দিরাইয়ের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
দিরাই শাল্লার রাস্তার দাবি আদায়ের এই মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে ভাটি বাংলা সার্বজনীন পূজা উদযাপন পরিষদ, সোচ্চার নাগরিক ফোরাম, খালিয়াজুড়ি ফোরাম, দিরাই ছাত্রকল্যাণ পরিষদ, যাত্রী অধিকার পরিষদসহ বিভিন্ন সংগঠন।
মানববন্ধনে বক্তারা বলেন, ৫০ বছরের স্বপ্ন আমাদের দিরাই-শাল্লা সড়ক। প্রয়াত নেতা সুরঞ্জিত সেনগুপ্ত থাকাবস্থায় ২০১১ সালে রাস্তার কাজ শুরু করা হয়। এতে শাল্লাবাসীর আশার সঞ্চার জেগেছিলো। কিন্তু ২০১৭ সালে এসে রাস্তাটির প্রকল্পের কাজ বন্ধ হয়ে যায়। সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান প্রকল্পের প্রায় ৯৯ কোটি টাকা উত্তোলন করে নিয়ে যায়। এতে আমাদের শাল্লাবাসীর ভাগ্যের অবনতি করে যায়। এরপর ড. জয়া সেন গুপ্তা এমপি নির্বাচিত হয়ে সংসদে একাধিকবার দিরাই শাল্লার রাস্তা নিয়ে উত্থাপন করলেও আমলাতান্ত্রিক জটিলতার কারণে বারবার মন্ত্রণালয় থেকে প্রস্তাবনা ফেরত আসছে।
এসব আমলাতান্ত্রিক জটিলতা দুর করার দাবি জানিয়ে বক্তারা অতি শিগগির দিরাই-শাল্লা সড়কের নতুন প্রকল্প অনুমোদন দিয়ে রাস্তার কাজ বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করেন।
বাংলাদেশ জার্নাল/এনকে
from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/162185/সিলেটের-অপূর্ণতার-নাম-দিরাই-শাল্লা-সড়ক-যোগাযোগ