আজ যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
রবিবার, ১৩ জুন, ২০২১
আজ যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আজ রোববার যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। সেখানে তিনি জাতিসংঘ আয়োজিত দু’টি ইভেন্টে যোগ দেবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
বাংলাদেশ
জার্নাল ডেস্কপররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আজ রোববার যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। সেখানে তিনি জাতিসংঘ আয়োজিত দু’টি ইভেন্টে যোগ দেবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
পররাষ্ট্রমন্ত্রী আজ ভোরে ঢাকা ছাড়বেন। আগামী ১৫ জুন জাতিসংঘে রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। সেখানে যোগ দেবেন ড. মোমেন।
যুক্তরাষ্ট্র সফরকালে জাতিসংঘে এলডিসি উত্তরণ নিয়ে আয়োজিত আরেকটি বৈঠকে যোগ দেবেন পররাষ্ট্রমন্ত্রী। সেখানে যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব স্টেট অ্যান্টনি ব্লিনকেনের সঙ্গে একটি বৈঠক হতে পারে।
মার্কিন যুক্তরাষ্ট্র সফরকালে যুক্তরাষ্ট্রের নেতাদের সঙ্গে বৈঠকে ড. মোমেন করোনা ভাইরাস প্রতিরোধে টিকা সহায়তা চাইবেন বলে আশা করা হচ্ছে। যুক্তরাষ্ট্র সফর শেষে আগামী ২১ জুন ঢাকায় ফিরবেন পররাষ্ট্রমন্ত্রী।
বাংলাদেশ জার্নাল/এমএস
from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/163162/আজ-যুক্তরাষ্ট্র-সফরে-যাচ্ছেন-পররাষ্ট্রমন্ত্রী