চেতনার ৭১’র দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

চেতনার ৭১’র দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

চেতনার ৭১’র দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

মুজিববর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে চেতনার ৭১’র উদ্যোগে দেশব্যাপী বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বাঙলা কলেজ প্রতিনিধি

মুজিববর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে চেতনা ৭১’র উদ্যোগে দেশব্যাপী বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১১টায় রায়ের বাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বৃক্ষরোপণের মাধ্যমে দেশব্যাপী এই কর্মসূচির উদ্বোধন করেন বঙ্গবন্ধু জাদুঘরের কিউরেটর এবং সাবেক শিক্ষা সচিব জনাব মো. নজরুল ইসলাম খান।

এসময় উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩৩নং ওয়ার্ড কাউন্সিলর আসিফ আহমেদ, দৈনিক জাগরণ পত্রিকার সম্পাদক এবং গণজাগরণ মঞ্চের সংগঠক এফ এম শাহিন প্রমুখ। 

অনুষ্ঠানে নজরুল ইসলাম খান বলেন, আমি বিশ্বাস করি ৭১’র চেতনার এই উদ্যোগের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচি পুরো দেশে ছড়িয়ে যাবে। আমাদের দেশীয় প্রজাতির বিলুপ্ত প্রায় গাছ বেশী বেশী রোপণ করে দেশীয় প্রজাতিকে টিকিয়ে রাখতে হবে। সেক্ষেত্রে আমাদের দেশীয় ফলজ গাছ হবে প্রথম পছন্দ। 

দেশব্যাপী ৭১'র চেতনার বৃক্ষরোপণের প্রশংসা করে কাউন্সিলর জনাব আসিফ আহমেদ বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নির্মল, সবুজ ও নিরাপদ বাসযোগ্য পৃথিবী উপহার দিতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। 

সংগঠনটির সাধারণ সম্পাদক শবনম জেবীন বলেন, আমরা বিভিন্ন কলকারখানা গড়ে আধুনিক হচ্ছি। এতে জীবনযাত্রার মান সহজ হচ্ছে ঠিকই প্রকৃতপক্ষে বেঁচে থাকার সবচেয়ে মূল্যবান ‘অক্সিজেন ফ্যাক্টরি’ তৈরী হচ্ছে না। 

এ অনু্ষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চেতনা ৭১’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শবনম জেবীন,  ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান সিকদার সাহেদুজ্জামান সবুজ, সহ-সভাপতি মাইনুল হাসান মৃধা, জিয়াউর রহমান, তানভীর আহমেদ সিদ্দিকী, সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক পার্থ প্রতীম বিশ্বাস, প্রচার সম্পাদক সাকিব, পাঠচক্র বিষয়ক সম্পাদক জাফর ইকবাল প্রমুখ। 

বাংলাদেশ জার্নাল/এমএস

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/162334/চেতনার-৭১র-দেশব্যাপী-বৃক্ষরোপণ-কর্মসূচি