অবৈধভাবে দেশে প্রবেশ, আটক সাতজন কোয়ারেন্টাইনে

অবৈধভাবে দেশে প্রবেশ, আটক সাতজন কোয়ারেন্টাইনে

অবৈধভাবে দেশে প্রবেশ, আটক সাতজন কোয়ারেন্টাইনে

ভারত থেকে অবৈধ পথে বাংলাদেশে প্রবেশকালে এক মানবপাচারকারীসহ সাত বাংলাদেশি নাগরিককে আটক করে কোয়ারেন্টাইনে পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ...

বাংলাদেশ

সাতক্ষীরা প্রতিনিধি

ভারত থেকে অবৈধ পথে বাংলাদেশে প্রবেশকালে এক মানবপাচারকারীসহ সাত বাংলাদেশি নাগরিককে আটক করে কোয়ারেন্টাইনে পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আটকরা হল- মাদারীপুরের টেকেরহাট গ্রামের মো. সাজিদ (৪৫), নড়াইলের কালিয়ার মো. আব্দুল্লাহ (২৮), যশোরের মনিরামপুরের মোছা. আয়রা বেগম (৫৫), পিরোজপুরের রঘুনাথপুরের মঞ্জুর খান (২৮), নড়াইলের কলসির রুহুল কাজী (৬৩) ও দিঘলিয়ার রহিমা বেগম (৪৫) এবং মানবপাচারকারী সাতক্ষীরার কলারোয়ার কেড়াগাছি গ্রামের মো. মোফাজ্জলকে (৩৫)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, তলুইগাছা, মাদরা ও ভোমরা সীমান্ত দিয়ে অবৈধভাবে দেশে প্রবেশকালে তাদের আটক করা হয়। পরে তাদের পদ্মশাখরা প্রাথমিক বিদ্যালয় ও কলারোয়া উপজেলার সোনাবাড়ীয়া প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত কোয়ারেন্টিন সেন্টারে পাঠানো হয়েছে।

কোয়ারেন্টাইন শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হবে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

সাতক্ষীরায় করোনা সংক্রমণ উদ্বেগজনকভাবে বাড়ার ফলে তা নিয়ন্ত্রণে জেলাসহ সীমান্তে কঠোর বিধিনিষেধ জারি করেছে প্রশাসন।

আরও পড়ুন- এক মাসের মধ্যে সর্বোচ্চ মৃত্যু ও শনাক্ত

বাংলাদেশ জার্নাল/আর

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/162726/অবৈধভাবে-দেশে-প্রবেশ-আটক-সাতজন-কোয়ারেন্টাইনে