রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজমিস্ত্রীর মৃত্যু
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজমিস্ত্রীর মৃত্যু
রাজধানীর যাত্রাবাড়িতে একটি বাসায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোশারফ হোসেন (৪২) নামে এক রাজমিস্ত্রীর মৃত্যু...
নিজস্ব প্রতিনিধিরাজধানীর যাত্রাবাড়িতে একটি বাসায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোশারফ হোসেন (৪২) নামে এক রাজমিস্ত্রীর মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যা ৭টার দিকে পশ্চিম যাত্রাবাড়ি শহীদ ফারুক সড়কে একটি বাসার চতুর্থ তলায় এ ঘটনা ঘটে।
আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত সোয়া ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
বাড়ি পাটুয়াখালী জেলার বাউফল উপজেলার নোমালা গ্রামে। বাবার নাম মৃত মোজাফফর হোসেন। মোশারফ যাত্রাবাড়ি দয়াগঞ্জে একটি ম্যাসে থাকতেন। দুই মেয়ে এক ছেলেকে নিয়ে মোশারফের স্ত্রী গ্রামে থাকে।
জানা গেছে, যাত্রাবাড়ির ওই বাড়িতে রাজমিস্ত্রীর কাজ করতেন মোশারফ হোসেন। বুধবার সন্ধ্যায় চার তলার সানসেটে জমে থাকা পানি পরিষ্কার করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ জার্নাল/আর
from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/162848/রাজধানীতে-বিদ্যুৎস্পৃষ্ট-হয়ে-রাজমিস্ত্রীর-মৃত্যু