অরিজিনের রকেটে মহাকাশে যাচ্ছেন বেজোস

অরিজিনের রকেটে মহাকাশে যাচ্ছেন বেজোস

অরিজিনের রকেটে মহাকাশে যাচ্ছেন বেজোস

জেফ বেজোস আগামী জুলাইয়ে ব্লু -অরিজিনের রকেটে মহাকাশে যাচ্ছেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক

জেফ বেজোস আগামী জুলাইয়ে ব্লু -অরিজিনের রকেটে মহাকাশে যাচ্ছেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

বেজোস কেবল আমাজনের প্রতিষ্ঠাতা নন। রকেট ইঞ্জিন তৈরির প্রতিষ্ঠান ব্লু অরিজিনও তার নিজ প্রতিষ্ঠান।  প্রতিবেদনে বলা হয়, এই ফ্লাইটের আরো একটি সিট নিলাম করছে। সংস্থাটি যাত্রীদের পৃথিবীর উপরিভাগ থেকে ১০০ কিলোমিটার (৬২ মাইল) ওপরে নেয়ার পরিকল্পনা করেছে। ছয় বার্থের এই ক্যাপসুলটি প্যারাসুটের মাধ্যমে পৃথিবীতে ফিরে আসবে।

এদিকে ফ্লাইটে ভাইকে নিয়ে যাওয়ার বিষয়টি বেজোস নিজের ইনস্টাগ্রামে জানিয়েছেন। তিনি লিখেছেন, ২০শে জুলাই আমি আমার ভাইয়ের সাথে সেই যাত্রা করব। আমার সবচেয়ে ভাল বন্ধুর সাথে সবচেয়ে বড় অ্যাডভেঞ্চার। আমার বয়স যখন পাঁচ বছর তখন থেকেই আমি মহাকাশে ভ্রমণের স্বপ্ন দেখেছিলাম। 

বাংলাদেশ জার্নাল/এমএম

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/international/162597/অরিজিনের-রকেটে-মহাকাশে-যাচ্ছেন-বেজোস