চট্টগ্রামে করোনায় আরো ৩ জনের মৃত্যু
চট্টগ্রামে করোনায় আরো ৩ জনের মৃত্যু
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত আরো তিন জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে করোনায় মোট মারা গেলেন ৬৩৮ জন। একই সময়ে ১ হাজার ৩টি নমুনা পরীক্ষায় ১২৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে...
বাংলাদেশ
চট্টগ্রাম প্রতিনিধিচট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত আরো তিন জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে করোনায় মোট মারা গেলেন ৬৩৮ জন। একই সময়ে ১ হাজার ৩টি নমুনা পরীক্ষায় ১২৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ হাজার ৫৮২ জন।
শুক্রবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, চট্টগ্রামের ১১টি ও কক্সবাজারের ১টি ল্যাবে ১ হাজার ৩ জনের নমুনা পরীক্ষা করে ১২৯ জনের করোনা শনাক্ত হয়। শনাক্ত ব্যক্তিদের মধ্যে চট্টগ্রাম নগরের ৮৮ জন এবং বিভিন্ন উপজেলার ৪১ জন রয়েছেন। মোট শনাক্তদের মধ্যে চট্টগ্রাম নগরীর ৪৩ হাজার ২৫৩ জন। আর জেলার বিভিন্ন উপজেলার ১১ হাজার ৩২৯ জন রয়েছেন।
তিনি আরো জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম করোনা আক্রান্ত হয়ে তিন জন মারা গেছেন। মারা যাওয়া দুইজন চট্টগ্রাম নগরীর বাসিন্দা, একজন নগরের বাইরের বাসিন্দা। চট্টগ্রামে এখন পর্যন্ত মোট ৬৩৮ জনের করোনায় মৃত্যু হয়েছে। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৪৫৩ জন চট্টগ্রাম নগরের। বিভিন্ন উপজেলায় মারা গেছেন ১৮৫ জন।
বাংলাদেশ জার্নাল/এনকে
from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/162959/চট্টগ্রামে-করোনায়-আরো-৩-জনের-মৃত্যু