লালমনিরহাটে ৫ ‘ভুয়া পরিচয়ধারী’ আটক
লালমনিরহাটে ৫ ‘ভুয়া পরিচয়ধারী’ আটক
লালমনিরহাটের পাটগ্রামে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ক্যাম্পে গিয়ে ‘গণভবন থেকে এসেছি’ এমন পরিচয় দিলে ৫ জনকে আটক করা হয়।
লালমনিরহাট প্রতিনিধিলালমনিরহাটের পাটগ্রামে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ক্যাম্পে গিয়ে ‘গণভবন থেকে এসেছি’ এমন পরিচয় দিলে ৫ জনকে আটক করা হয়।
শুক্রবার সকালে ওই উপজেলার পানবাড়ী বিজিবি ক্যাম্পে গনভবনের লোক বলে ‘ভুয়া পরিচয়’ দিয়ে ভারত থেকে অবৈধভাবে গরু আনার প্রস্তাব দিলে তাদের আটক করে বিজিবি।
পরে মধ্য রাতে তাদের বিরুদ্ধে পাটগ্রাম থানায় বাদী হয়ে একটি মামলা দায়ের করেন ওই ক্যাম্পের ইনচার্জ নজরুল ইসলাম।
তারা হলেন- আলাউদ্দিন ভুইয়া সাগর, আশরাফ উদ্দিন, আজিজুল হক, রুহুল আমিন ও রফিক।
এ ঘটনায় লুনা হুমায়ন পারভীন নামে এক নারী নিজেকে যুব মহিলালীগের কেন্দ্রীয় সদস্য পরিচয় দিয়ে মোবাইল ফোনে তদবির করেন। পরে সন্দেহে সৃষ্টি হলে বিজিবি ওই ৫ জনকে আটক করেন।
খোজঁ নিয়ে জানতে পারেন, তারা ভুয়া পরিচয় দিয়ে প্রতারণার চেষ্টা করেছেন। এ ঘটনায় বিজিবির পানবাড়ী ক্যাম্পের ইনচার্জ নজরুল ইসলাম বাদী হয়ে শুক্রবার মধ্য রাতে ৭ জনের বিরুদ্ধে পাটগ্রাম থানায় একটি মামলা দায়ের করেন। তাদের মধ্যে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পাটগ্রাম থানার ওসি ওমর ফারুক জানান, শুক্রবার সকালে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পানবাড়ী ক্যাম্পে গিয়ে পরিচয় দেয় তারা গণভবন থেকে এসেছেন। শেখ যুবরাজ নামে অপর একজন মোবাইল ফোনে নিজেকে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা দাবী করে বিজিবির সিওকে ম্যাসেজ দিয়ে অবৈধ পথে ভারতীয় গরু পারাপারের প্রস্তাব দেন।
বাংলাদেশ জার্নাল/এমএস
from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/district-upazila/163041/লালমনিরহাটে-৫-ভুয়া-পরিচয়ধারী-আটক