একদিনে ১০ হাজারের বেশি প্রাণহানি

একদিনে ১০ হাজারের বেশি প্রাণহানি

একদিনে ১০ হাজারের বেশি প্রাণহানি

করোনার দ্বিতীয় ঢেউয়ে টালমাটাল গোটাবিশ্ব।

আন্তর্জাতিক ডেস্ক

করোনার দ্বিতীয় ঢেউয়ে টালমাটাল গোটাবিশ্ব। করোনায় আক্রান্ত হয়ে গত এক দিনে মৃত মানুষের তালিকায় যোগ হয়েছে আরো ১০ সহস্রাধিক মানুষের নাম। তাদের মধ্যে সবচেয়ে বেশি ৩ হাজার ৩৮২ জনের মৃত্যু হয়েছে এশিয়ার দেশ ভারতে। একই সময়ে সারাবিশ্বে আরো ৪ লাখ ১৬ হাজারের বেশি মানুষের দেহে শনাক্ত হয়েছে অদৃশ্য ভাইরাসটি।

করোনা আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, শনিবার সকাল আটটা পর্যন্ত বিশ্বে এ পর্যন্ত করোনা রোগীর মোট সংখ্যা ১৭ কোটি ৩৩ লাখ ১৮ হাজার ৪৭০ জন। যাদের মধ্যে মারা গেছে ৩৭ লাখ ২৭ হাজার ২৮৩ জন। এ পর্যন্ত ভাইরাসটির সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন ১৫ কোটি ৬০ লাখ ৫৯ হাজার ৪১০ জন।

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে থাকা যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় আরও ১৬ হাজার ৯২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন ৫২০ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪১ লাখ ৯২ হাজার ২৩। যার মধ্যে মৃত্যু হয়েছে ৬ লাখ ১২ হাজার ২৪০ জনের।

এরপরের স্থানেই আছে এশিয়ার দেশ ভারত। গত ২৪ ঘণ্টায়ও দেশটিতে ৩ হাজার ৩৮২ জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনা। এ সময়ে নতুন করে শনাক্ত হয়েছে আরও ১ লাখ ২১ হাজার ৪৭৬ জন। যাতে এ পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ৮৬ লাখ ৯৩ হাজার ৮৩৫ জনে। আর মৃত্যু হয়েছে ৩ লাখ ৪৪ হাজার ১০১ জনের।

তালিকার তৃতীয় স্থানে থাকা ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১ হাজার ১৮৪ জনের এবং শনাক্ত হয়েছে ৩৮ হাজার ৪৮২ জন। যা নিয়ে দেশটিতে এখন মোট মৃতের সংখ্যা ৪ লাখ ৭০ হাজার ৯৬৮ আর মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৬৮ লাখ ৪১ হাজার ৯৫৪।

তালিকায় এরপরের স্থানে থাকা ফ্রান্স, তুরস্ক, রাশিয়া, যুক্তরাজ্য ও ইতালিতে সংক্রমণের সংখ্যা ৪০ থেকে ৬০ লাখের মধ্যে থাকলেও তুরস্ক বাদে অপর দেশগুলোতে মৃত্যু লাখ ছাড়িয়েছে।

বাংলাদেশ জার্নাল/এমএম

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/health/coronavirus/162183/একদিনে-১০-হাজারের-বেশি-প্রাণহানি