গাজীপুরে কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
বুধবার, ৯ জুন, ২০২১
গাজীপুরে কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
গাজীপুরের কোনাবাড়িতে একটি পোশাক কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস স্টেশনের ছয়টি ইউনিট...
বাংলাদেশ
গাজীপুর প্রতিনিধিগাজীপুরের কোনাবাড়িতে একটি পোশাক কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস স্টেশনের ছয়টি ইউনিট কাজ করছে।
মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে জার্সি নিট ফেব্রিক নামের ওই কারখানায় আগুন লাগে।
খবর পেয়ে রাত ১টার দিকে গাজীপুর সদর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের আরও তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। রাত পৌনে ২টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।
কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, ঘটনার পরপরই ফায়ার সাভির্সকে খবর দেয়া হয়। তারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। কোনাবাড়ি থানা পুলিশ ঘটনাস্থলে আছে।
আরও পড়ুন- পাহাড় ধসে মৃত্যু ঠেকাতে স্থায়ী সমাধানের আশ্বাস
ভূমিকম্প মোকাবেলায় প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিকল্পনা
বাংলাদেশ জার্নাল/আর
from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/162723/গাজীপুরে-কারখানায়-আগুন-নিয়ন্ত্রণে-৬-ইউনিট