আন্দোলনকারীদের নিয়েই উপাধ্যক্ষ পদে যোগদান ড. কাইয়ুমের
আন্দোলনকারীদের নিয়েই উপাধ্যক্ষ পদে যোগদান ড. কাইয়ুমের
অবশেষে আন্দোলনকারীদের সাথে নিয়েই বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের উপাধ্যক্ষ পদে যোগদান করেছেন অধ্যাপক ড. এএসএম কাইয়ুম উদ্দিন আহম্মেদ...
বরিশাল প্রতিনিধিঅবশেষে আন্দোলনকারীদের সাথে নিয়েই বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের উপাধ্যক্ষ পদে যোগদান করেছেন অধ্যাপক ড. এএসএম কাইয়ুম উদ্দিন আহম্মেদ। বৃহস্পতিবার বিকাল ৪টায় অধ্যক্ষের কক্ষে আন্দোলনে নেতৃত্ব দেয়া জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আতিকউল্লাহ মুনিমসহ বেশী কিছু নেতাকর্মীর উপস্থিতিতে তিনি যোগদান করেন। এর পূর্বে বিএম কলেজের ইতিহাস বিভাগের প্রধান ছিলেন অধ্যাপক কাইয়ুম।
কলেজের প্রশাসনিক দপ্তর সূত্র থেকে জানা গেছে, গত ২০ মে পদোন্নতি পেয়ে ২৩ মে কাইয়ুম উদ্দিন আহম্মদের যোগদানের জন্য অধ্যক্ষের নিকট যাওয়ার দিন ধার্য্য করছিলেন। কিন্তু বিএম কলেজ ছাত্রলীগ তার বিভিন্ন দুর্নীতির অভিযোগ তুলে কোনভাবে উপাধ্যক্ষ পদে যোগদান করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়ে প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ করে। একপর্যায়ে কলেজের গেটে তালা মেরে দেয়া হয়। এ কারণে অধ্যক্ষেরও অফিসে আসা হয়ে ওঠেনি।
আকস্মিকভাবে বৃহস্পতিবার বিকেলে আন্দোলনে নেতৃত্ব দেয়া ছাত্রলীগ নেতা মুনিমের সাথে ক্যাম্পাসে আসেন কাইয়ুম উদ্দিন আহম্মেদ। এ সময় শিক্ষক নেতারাও তার সাথে ছিলেন। এরপর অধ্যক্ষের কক্ষে গিয়ে তিনি উপাধ্যক্ষ পদে যোগদান করেন। এ সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
নবনিযুক্ত উপাধ্যক্ষ ড. এএসএম কাইয়ুম উদ্দিন আহম্মেদ বলেন, যারা আমার বিরুদ্ধে আন্দোলন করেছে তাদেরকে নিয়েই বৃহস্পতিবার বিকাল ৪টায় উপাধ্যক্ষ পদে যোগদান করেছি। এ সময় শিক্ষক নেতারাও উপস্থিত ছিলেন।
কলেজ অধ্যক্ষ অধ্যাপক ড. গোলাম কিবরিয়া বলেন, বিলম্ব হলেও উপাধ্যক্ষ পদে যোগদান করেছেন কাইয়ুম উদ্দিন। কোন ধরনের সমস্যা হয়নি।
ক্যাম্পাসের একাধিক সূত্র জানিয়েছে, আন্দোলনকারীদের সাথে সমঝোতা হওয়ার পরই যোগদানের পথ সচল হয়। তবে ১৮ দিনের মধ্যে দুর্নীতিবাজ কিভাবে ভালো হয়ে গেলো সে বিষয়ে কোন উত্তর পাওয়া যায়নি। এ বিষয়ে কথা বলার জন্য জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আতিকউল্লাহ মুনিমের ব্যবহৃত মোবাইলে একাধিকবার কল দেয়া হলেও তিনি রিসিভ করেননি।
প্রসঙ্গত, গত ২৩ মে উপাধ্যক্ষ পদে প্রফেসর ড. এএসএম কাইয়ুমউদ্দিন আহমদ যোগদানের চেষ্টা করলে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে ছাত্রলীগের নেতাকর্মীরা। ওই সময় আন্দোলনকারীরা অভিযোগ করেন, কাইয়ুম উদ্দিন কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক থাকাকালে ব্যাপক দুর্নীতি করেছেন। তার ইন্ধনে শিক্ষকরা লাঞ্চিত হয়েছেন। তারা কোনভাবে দুর্নীতিগ্রস্ত কাইয়ুম উদ্দিনকে কলেজে ঢুকতে দেয়া হবে না। এরপর গত বুধবার পর্যন্ত সব গেটে তালাবদ্ধ থাকে।
আরও পড়ুন- গণবিজ্ঞপ্তির ফল প্রকাশ নিয়ে দুঃসংবাদ
৫৪ হাজার শিক্ষক নিয়োগের ফল প্রকাশ নিয়ে হুঁশিয়ারি
বাংলাদেশ জার্নাল/আর
from BD-JOURNAL https://www.bd-journal.com/education/162943/আন্দোলনকারীদের-নিয়েই-উপাধ্যক্ষ-পদে-যোগদান-ড.-কাইয়ুমের