পাটক্ষেতে কিশোর অটোচালকের মরদেহ
শুক্রবার, ১১ জুন, ২০২১
পাটক্ষেতে কিশোর অটোচালকের মরদেহ
নেত্রকোনার মদন উপজেলা রিজান (১৫) নামে এক কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার...
বাংলাদেশ
নেত্রকোনা প্রতিনিধিনেত্রকোনার মদন উপজেলা রিজান (১৫) নামে এক কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে খবর পেয়ে পুলিশ উপজেলার খাগুরিয়া এলাকায় পাটক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে।
রিজান পেশায় অটোরিকশা চালক এবং উপজেলার জাহাঙ্গীপুর পূর্বপাড়া গ্রামের শাহ আলমের ছেলে।
পরিবারের দাবি, গত মঙ্গলবার অটোচালক রিজান নিখোঁজ হয় রিজান। নিখোঁজের পরের দিন গত বুধবার রাতে রিজানের অটোরিকশাটি উপজেলার বটতলা এলাকা থেকে উদ্ধার করেছিল পুলিশ।
মদন থানার পরিদর্শক (তদন্ত) উজ্ঝল কান্তি সরকার লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, আজ (বৃহস্পতিবার) দুপুরে রিজানের পরিবারের পক্ষ থেকে নিখোঁজের জিডি করা হয়েছে। মৃতের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হবে।
বাংলাদেশ জার্নাল/আর
from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/162951/পাটক্ষেতে-কিশোর-অটোচালকের-মরদেহ