ভারতফেরত ক্যান্সার রোগীর মৃত্যু
শনিবার, ৫ জুন, ২০২১
ভারতফেরত ক্যান্সার রোগীর মৃত্যু
যশোর বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভারতফেরত এক ক্যান্সার রোগীর মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে যশোর বক্ষব্যাধি হাসপাতালের চিকিৎসক ডা. পলাশ কুমার দাশ তাকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ
জেলা প্রতিনিধিযশোর বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভারতফেরত এক ক্যান্সার রোগীর মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে যশোর বক্ষব্যাধি হাসপাতালের চিকিৎসক ডা. পলাশ কুমার দাশ তাকে মৃত ঘোষণা করেন।
মৃত ইমাদুল হকের (৫৩) বাড়ি নওগাঁর রাণীনগর উপজেলার ডাকাহারপাড়ায়।
মেডিকেল অফিসার পলাশ কুমার দাশ জানান, ক্যান্সারের চিকিৎসার জন্য স্ত্রীকে সঙ্গে নিয়ে তিনি ভারতে গিয়েছিলেন। পরে তার শারীরিক অবস্থার উন্নতি না হলে ভারতের চিকিৎসকরা দেশে ফিরে যেতে বলেন। গত ২৪ মে তিনি বেনাপোল বন্দর দিয়ে দেশে আসেন।
তিনি আরো জানান, অসুস্থ থাকায় প্রশাসনের কর্মকর্তারা তাকে বক্ষব্যাধি হাসপাতালের কোয়ারেন্টিনে পাঠান। এখানে তিনি চিকিৎসাধীন অবস্থাতেই শুক্রবার সন্ধ্যায় মারা যান। সরকারি নিয়ম অনুযায়ী তার মরদেহ নওগাঁয় পাঠানোর ব্যবস্থা নেয়া হয়েছে।
বাংলাদেশ জার্নাল/এমএস
from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/162182/ভারতফেরত-ক্যান্সার-রোগীর-মৃত্যু