কুষ্টিয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক

কুষ্টিয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক

কুষ্টিয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক

কুষ্টিয়ার দৌলতপুরে ৪৯৬ পিচ ইয়াবাসহ ওমর ফারুক (৪০) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের গোয়ালগ্রাম খানপাড়া...

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে ৪৯৬ পিচ ইয়াবাসহ ওমর ফারুক (৪০) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের গোয়ালগ্রাম খানপাড়া মোড়ে অভিযান চালিয়ে ওই মাদক কারবারিকে ইয়াবাসহ আটক করে র‌্যাব।

আটককৃত মাদক ব্যবসায়ী গোয়ালগ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে।

র‌্যাব সূত্র জানায়, মাদক পাচারের গোপন সংবাদ পেয়ে র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের একটি দল গোয়ালগ্রাম খানপাড়া মোড়ে সাইফুল ইসলামের ওয়েল্ডিং দোকানের সামনের অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ওমর ফারুককে ৪৯৬ পিচ ইয়াবাসহ আটক করে।

উদ্ধার করা মাদকের মূল্য প্রায় ২ লাখ ৪৮ হাজার টাকা বলে র‌্যাব সূত্র নিশ্চিত করেছে। পরে র‌্যাব সদস্যরা মাদক আইনে মামলা দিয়ে তাকে দৌলতপুর থানায় সোপর্দ করেছে।

বাংলাদেশ জার্নাল/এনকে

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/162347/কুষ্টিয়ায়-ইয়াবাসহ-মাদক-কারবারি-আটক