মিয়ানমারের যোদ্ধারা সীমান্ত পেরিয়ে ঢুকে পড়ছে ভারতে
মিয়ানমারের যোদ্ধারা সীমান্ত পেরিয়ে ঢুকে পড়ছে ভারতে
জার্নাল ডেস্কমিয়ানমারের ক্ষমতা দখল করা সামরিক সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে গণতন্ত্রপন্থি যোদ্ধারা সীমান্ত পেরিয়ে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে ঢুকছে। পাশাপাশি জান্তা সরকারের দমনাভিযানে মিয়ানমার থেকে ভারতে ঢুকে পড়ছে হাজার হাজার মানুষ। এই পরিস্থিতিতে ওই অঞ্চলটি মিয়ানমারের গণতন্ত্রপন্থি কর্মীদের সক্রিয়তার মঞ্চ হয়ে উঠতে পারে এবং অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছে ভারতীয় গোয়েন্দারা।
দেশটির গোয়েন্দাদের দেওয়া প্রতিবেদন অনুযায়ী, ভারতের মিজোরাম, মনিপুর ও নাগাল্যান্ড রাজ্যে বর্তমানে মিয়ানমারের প্রায় ১৬ হাজার মানুষ আশ্রয় নিয়ে আছে। পরিস্থিতির উন্নতি না হলে আগামী কয়েক মাসে এ সংখ্যা আরও বাড়বে। নিরাপত্তা ও খাদ্য সংকটও দেখা দিতে পারে বলে মনে করছেন তারা।
মিয়ানমার থেকে পালিয়ে আসা সবচেয়ে বেশি মানুষ আশ্রয় নিয়েছে মিজোরামে। সেখানে সীমান্তবর্তী তিয়াউ নদী পেরিয়ে গভীর জঙ্গলে আশ্রয় নেওয়া শরণার্থীদের মধ্যে ঢুকে পড়া গণতন্ত্রপন্থি যোদ্ধাদের ওপর কড়া নজর রাখছে কর্তৃপক্ষ।
রাজ্যের পুলিশ কর্মকর্তা জানান, মে মাসের শুরুতে মিয়ানমারের অন্তত ৫০ জন মানুষ মিজোরামে একটি প্রশিক্ষণ শিবির গড়ে তুলেছিল।ভারতীয় আধা সামরিক বাহিনীর তল্লাশির পর শিবিরটি ভেঙে দেওয়া হয়। এরপর সেই শিবিরের সব তরুণ মিয়ানমারে ফিরে যায়।
প্রসঙ্গত, মিয়ানমারে গত ১ ফেব্রুয়ারি সেনাবাহিনী অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর থেকেই দেশটিতে আন্দোলন-বিক্ষোভ চলছে। এ আন্দোলন দমন করতে গিয়ে অন্তত ৮৫০ জনকে হত্যা করেছে নিরাপত্তা বাহিনী।
বাংলাদেশ জার্নাল- ওআই
from BD-JOURNAL https://www.bd-journal.com/international/162944/মিয়ানমারের-যোদ্ধারা-সীমান্ত-পেরিয়ে-ঢুকে-পড়ছে-ভারতে