আওয়ামী লীগের টিকিট পাচ্ছেন কারা জানা যাবে আজ

আওয়ামী লীগের টিকিট পাচ্ছেন কারা জানা যাবে আজ

আওয়ামী লীগের টিকিট পাচ্ছেন কারা জানা যাবে আজ

ঢাকা ১৪, কুমিল্লা ৫ এবং সিলেট ৩ -এই তিনটি আসনে কে পাচ্ছেন আওয়ামী লীগের মনোনয়ন তা নির্ধারিত হবে আজ শনিবার। বেলা ১১টায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা হবে। ওই সভায় দলীয় প্রার্থী চূড়ান্ত করা হবে।

রাজনীতি

জার্নাল ডেস্ক

ঢাকা ১৪, কুমিল্লা ৫ এবং সিলেট ৩ -এই তিনটি আসনে কে পাচ্ছেন আওয়ামী লীগের মনোনয়ন তা নির্ধারিত হবে আজ শনিবার। বেলা ১১টায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা হবে। ওই সভায় দলীয় প্রার্থী চূড়ান্ত করা হবে। 

জানা গেছে, ঢাকা-১৪ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে আবেদনপত্র জমা দিয়েছেন ৩৪ জন। কুমিল্লা-৫ আসনে ৩৫ ও সিলেট-৩ আসনে ২৫ জন মনোনয়ন ফরম নিয়েছেন।

নির্বাচন কমিশনের তপশিল অনুযায়ী আগামী ১৫ জুন মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। মনোনয়ন বাছাই হবে ১৭ জুন। ১৮, ১৯ ও ২০ জুন আপিলের দিন ঠিক করা হয়েছে। প্রার্থিতা বাতিলের শেষ দিন ২৩ জুন। প্রতীক বরাদ্দের তারিখ ২৪ জুন।

প্রসঙ্গত, গত ১১ মার্চ সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী, ৪ এপ্রিল ঢাকা-১৪ আসনের আসলামুল হক এবং ১৪ এপ্রিল কুমিল্লা-৫ আসনের এমপি আবদুল মতিন খসরুর মৃত্যুতে তিনটি আসন শূন্য ঘোষণা করা হয়।

বাংলাদেশ জার্নাল/এমএস

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/politics/163045/আওয়ামী-লীগের-টিকিট-পাচ্ছেন-কারা-জানা-যাবে-আজ